শ্যামের মন্দিরে পুজো দিয়ে খড়দায় মনোনয়পত্র জমা দিলেন শোভনদেব

শ্যামের মন্দিরে পুজো দিয়ে খড়দায় মনোনয়পত্র জমা দিলেন শোভনদেব

খড়দা:  ভবানীপুরে বিপুল ভোটে জযের পর আজ শপথ নেবেন মমতা বন্দোপাধ্যায়৷ অন্যদিকে, শুরু হয়ে গিয়েছে বাকি চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৎপরতা৷ পুজো মিটলেই উপনির্বাচন হবে খড়দা বিধানসভাতেও৷ এই কেন্দ্রে প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ আজ সকালে শ্যামের মন্দিরে পুজো দেন তিনি৷ এর পর বারাকপুরে মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ 

আরও পড়ুন- সাঁতরে ওষুধ আনলেন একজন, নৌকা চালিয়ে পৌঁছলেন অন্যজন, ভরসার আরেক নাম আশাদিদি

একুশের নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর তিনি ভবানীপুর থেকে ইস্তফা দেন৷ ওই কেন্দ্র থেকে ভোটে জিতে মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখেন মমতা৷ এদিকে, বিভানসভা ভোটপর্বের মধ্যেই মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা৷ ফলে এই কেন্দ্রটি ফাঁকা হয়ে যায়৷ এরপরেই খড়দা কেন্দ্রে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে৷ আজ ১০টা নাগাদ খড়দায় শ্যামের মন্দিরে পুজো দিতে যান শোভনদেব৷ সেখানে পুজো দেওয়ার পর সেবায়েতদের সঙ্গেও কথা বলেন৷ তাঁর সঙ্গে ছিলেন দলীয় নেতা কর্মীরা৷ সেখান থেকে সোজা চলে যান বারাকপুর মহকুমা শাসকের দফতরে৷

অন্যদিকে, বিজেপি’র পক্ষ থেকে জয় সাহাকে খড়দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোনিত করা হয়েছে৷ তিনি ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন৷ গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের সর্বত্র কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি৷ দুর্গাপুজোর সময় তিনি কোনও প্রচার করবেন না৷ তবে মণ্ডপে মণ্ডপে গিয়ে জারি থাকবে জনসংযোগ প্রক্রিয়া৷  

পিছয়ে নেই শোভনদেব চট্টোপাধ্যায়ও৷ কাজল সিনহার মৃত্যুর পর থেকেই খড়দার বিভিন্ন এলাকা কার্যত চষে বেরাচ্ছেন তিনি৷ বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে আসতে দেখা গিয়েছে৷ প্রার্থী হিসাবে দল তাঁর নাম ঘোষণা করার পরেই জোড় কদমে প্রচার শুরু করে দেন তিনি৷ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মীসভা করছেন৷ আজও খড়দায় একটি কর্মীসভা রয়েছে তাঁর৷ এদিন শোভনদেব বলেন, কালী মন্দিরে, শ্যামের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ চেয়েছি৷ যেন মানুষের আশীর্বাদ পাই৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =