টেরর-মার্ডার-কোরাপশন! তৃণমূলের নতুন নামকরণ করলেন শিবরাজ

টেরর-মার্ডার-কোরাপশন! তৃণমূলের নতুন নামকরণ করলেন শিবরাজ

ময়না: বাংলায় বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য বিজেপি যে তালিকা তৈরি করেছিল তার মধ্যে অন্যতম নাম ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। তিনি আজ বাংলায় এসে জনসভা করলেন পূর্ব মেদিনীপুরে। সেখান থেকে একের পর এক আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি টিএমসি বা তৃণমূল কংগ্রেস দলের নতুন নামকরণ করতে শোনা গেল তাঁকে। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বললেন, ২ মে আসার পর তৃণমূলের সব গুন্ডাদের একে একে জবাব দেওয়া হবে।

এদিন শিবরাজ জনসভা থেকে বলেন, টিএমসি বা তৃণমূল কংগ্রেসের আসল মানে হল, ‘টেরর-মার্ডার-কোরাপশন’! সারা বাংলায় সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এবং দুর্নীতি করে চলছে এই রাজ্যের সরকার। একইসঙ্গে শিবরাজের আক্রমণ, বাংলায় জঙ্গল রাজ চলছে আর ব্রিটিশদের মতো হিন্দু-মুসলিমের ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে এদিন আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের যে গুন্ডারা বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে তাদের একে একে বার্তা দেওয়া হবে ২ মে চলে যাবার পর। কারণ সেদিন দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নেবেন। এই প্রসঙ্গে দিদি শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘ডি’ মানে ডিক্টেটর, ‘আই’ মানে ইন্সেন্সিটিভ, ‘ডি’ মানে দিদি স্প্রেডিং ফিয়ার, ‘আই’ মানে ইনকম্পেটেন্ট।  

আরও পড়ুন- দেশের সবচেয়ে ধনী দল এখনও বিজেপি! উপছে পড়ছে শ্রীবৃদ্ধি! কত সম্পদ জানেন?

উল্লেখ্য, এদিন বাংলায় ভোট প্রচারে এসে পূর্ব মেদিনীপুরের এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পরবর্তী ক্ষেত্রে ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার সমর্থনে জনসভায় যোগ দেন তিনি। এ দিকে আজ পূর্ব মেদিনীপুরেই তিনটি জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগরা, পটাশপুর এবং মেচেদায় সভা করেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =