বাংলায় ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, ‘সামনা’য় দাবি শিবসেনার

বাংলায় ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, ‘সামনা’য় দাবি শিবসেনার

মুম্বই: একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জমে উঠেছে প্রস্তুতির লড়াই। এই নির্বাচনী লড়াইয়ের ময়দানে যেমন রয়েছে শাসক দল তৃণমূল, বড় প্রতিপক্ষ বিজেপি এবং বাম-কংগ্রেসের মতো মহাজোট, তেমনি রয়েছে মিম ও শিবসেনা’র মতো ভিনরাজ্যের দল। আর এবার নির্বাচনী মুখপত্র ‘সামনা’র প্রকাশে বিজেপিকে একহাত নিল শিবসেনা। সোমবার তাদের মুখপত্র প্রকাশ সভায় ধর্মীয় মেরুকরণের বিষয়ে কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে রীতিমতো তুলধনা করল মহারাষ্ট্রের রাজনৈতিক দল শিবসেনা’র নেতারা।

শিবসেনা’র নির্বাচনী মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয় কলমে গত ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু’র ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতার ভিক্টরিয়ায় আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে উত্যক্ত করার কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘‘এটা মুখ্যমন্ত্রীর দুর্বল জায়গায় আঘাত করা হয়েছে৷’’ এই ব্যাপারে এখানে বিজেপির কৌশল ও তাদের সমর্থকদের কড়া নিন্দা করা হয়েছে।

শিবসেনা’র মুখপত্রে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়ে বলা হয়েছে, “বিজেপি কর্মীদের দ্বারা উচ্চারিত ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখ্যমন্ত্রী যে বিব্রত হন সেটা ভালোভাবে বুঝেছে বিজেপি।” শিবসেনা তরফে এও বলা হয়, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এরকম জাতীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বিব্রত করার জন্য এই আচরণ বিজেপি ঠিক করেনি। তবে এই বিষয়ে আগেও মুখ্যমন্ত্রীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ‘সামনা’য়।

উল্লেখ্য, ভিক্টরিয়ায় অনুষ্ঠানে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর নেতাজি ভবন ও জাতীয় গ্রন্থাগার পরিদর্শনের সময়েও শোনা গিয়েছিল ‘জয় শ্রী রাম’ শ্লোগান। এই বিষয়ে শিবসেনা তরফে বলা হয়েছে, “বিজেপি উত্তরপ্রদেশ এবং বিহারের মতো বাংলায় ধর্মীয় বিভাজন ঘটিয়ে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে৷” পশ্চিমবঙ্গে আগামী ২০২১ বিধানসভা নির্বাচনে প্রায় ১০০ টির মতো আসনে প্রার্থী দিতে চলেছে শিবসেনা। এক্ষেত্রে বিজেপির চরম বিরোধিতা ও শাসক দল তৃণমূলের প্রতি নরম সুরে কতটা মাটি পায় শিবসেনা, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =