বারাসত: ফের বিস্ফোরক শীলভদ্র দত্ত। বৃহস্পতিবার বারাসতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক কটাক্ষ করেন বারাকপুরের বিধায়ক তথা সদ্য বিজেপিতে নাম লেখানো প্রাক্তন তৃণমূল নেতা৷ ‘‘দল ছেড়ে অন্য দলে গেলেই যদি বেইমান হয়, তবে বাংলার সবচেয়ে বড় বেইমান মমতা নিজে’’, বিস্ফোরক শীলভদ্র দত্ত।
বৃহস্পতিবার বারাসতের বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিজেপি নেতা জানালেন, ‘‘অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় দল ত্যাগ করেছেন৷ নিজের দল ছেড়ে অন্য দলের গেলে যদি বেইমান হতে হয় তবে রাজ্যে সবচেয়ে বড় বেইমান তিনি নিজেই৷’’ তিনি আরও জানিয়েছেন, ‘‘মাথা ঠিক থাকলে কেউ নন্দীগ্রামে ভোটে দাঁড়ায়? মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই৷ তাই তিনি ভূতের পিছনে দৌড়চ্ছেন৷ আর সেই জন্যই নন্দীগ্রামে প্রার্থী হয়ে বসলেন৷’’
কিছুদিন আগেই দল ত্যাগ ও তার বর্তমান অবস্থান জানার জন্য শীলভদ্র দত্তকে চিঠি পাঠায় তৃণমূল৷ তবে সেই চিঠির কোনও জবাব দেননি বিজেপি নেতা। কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেওয়া বারাকপুরের বিধায়ক এদিন জানান, ‘‘নতুন করে তৃণমূলকে আর কোনও জবাব দেওয়ার প্রশ্নই ওঠে না৷ এরপরে পিসি, ভাইপো আর দু-চারজন নেতা ছাড়া তৃণমূলে আর কেউই থাকবে না৷’’ এখানেই থেমে থাকেননি শীলভদ্র। তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করে বলেন, ‘‘হাবড়ার মানুষ ওকে ভোট দেবে না৷ একুশে বিজেপি সরকার গড়বে রাজ্যে৷’’ পাশাপাশি সিপিআইএম নেতাদের নিয়েও কটাক্ষ করেন শীলভদ্র দত্ত। বলেন, ‘‘বাংলায় ছদ্ম রাজনৈতিক লোকেদের কোনও প্রয়োজন নেই।’’