৬ বছর বন্ধ বেতন! শিক্ষামন্ত্রীর কাছে আবেদন শিক্ষামিত্র সমিতির

৬ বছর বন্ধ বেতন! শিক্ষামন্ত্রীর কাছে আবেদন শিক্ষামিত্র সমিতির

কলকাতা: করোনার জেরে জারি হয়েছে লকডাউন। তার ফলে শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তা ঘিরেই শুরু হয়েছে জল্পনা। সমস্ত শিক্ষকদের সমস্যা মেটানোর কথা শোনা গেলেও সর্বশিক্ষা মিশন প্রকল্পে নিযুক্ত এডুকেশন ভলেন্টিয়ার শিক্ষক বা শিক্ষামিত্রদের সমস্যার বিষয়ে কোনও ইঙ্গিত দেননি শিক্ষামন্ত্রী। তাই তাঁর উদ্দেশ্যে শিক্ষামিত্রদের দুরবস্থার বিষয়টি বিবেচনা করার আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষামিত্র সমিতি।

৬ বছর ধরে বন্ধ রয়েছে বেতন! সর্বশিক্ষা মিশন প্রকল্পে যুক্ত প্রায় ১২০০ স্বেচ্ছাসেবী শিক্ষকরা চরম সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছে। এরই মধ্যে করোনা রুখতে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ। গোটা দেশ জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে শিক্ষামিত্রদের অবস্থা আরও জটিল হয়ে উঠছে। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। তবে শিক্ষামিত্রদের সমস্যা মেটানোর কথা শোনা যায়নি তাঁর মুখে। তাই সংগঠনের তরফে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে তারা।

ফেসবুক পোস্টে তারা লিখেছে, 'আপনাকে এবং আপনার দফতরে একাধিকবার আমাদের সমস্যার কথা জানিয়ে আবেদন করা হয়েছে। আমরা বেতন বঞ্চনার শিকার হয়ে অর্ধাহারে জীবন অতিবাহিত করছিলাম। লকডাউন চলার কারণে ন্যূনতম উপার্জন না থাকায় আমাদের অধিকাংশ সহকর্মী অনাহারে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন।' ১২০০ শিক্ষামিত্রের পরিবার যে সঙ্কটের সম্মুখীন হয়েছে, তা মোকাবিলায় সরকারের কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করছে তারা।

২০১৪ সালের এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে তাঁদের বেতন। এই পরিস্থিতিতে সেই বকেয়া বেতনের দাবি জানিয়েছে শিক্ষমিত্র সমিতি। পাশাপাশি চাকরি স্থায়ীকরণেরও দাবি জানিয়েছে তারা। অন্যথায় আন্দোলনের পথে নামতে বাধ্য হবে সংগঠন, এমনই জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ার পোস্টে। এর আগে শিক্ষা দফতর ছাড়াও বিভিন্ন আধিকারিকদের কাছে এই সমস্যার কথা তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেও নেওয়া হয়েছে পদক্ষেপ। কিন্তু কোনও সদুত্তর পাননি শিক্ষামিত্ররা। এবার ফেসবুক পোস্টের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছেই আবেদন জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *