নন্দীগ্রাম: ভোট পরবর্তী অশান্তি মামলায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের জামাই সহ গ্রেফতার ১১ জন তৃণমূল কর্মী৷ নন্দীগ্রাম বিজেপি কর্মীকে খুনের অভিযোগে তাদের গ্রেফতার করল সিবিআই৷ অভিযোগ, ভোট গণনার পরের দিন দেবব্রত মাইতির উপর হামলা করা হয়৷ ১৩ মে হাসপাতালে মারা যান বিজেপি কর্মী দেবব্রত মাইতি৷ এই ঘটনায় শেখ সুফিয়ান সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷
আরও পড়ুন- শুরু থেকেই এগিয়ে তৃণমূল ও বামেরা, শান্তিপুরে চলছে দেওয়াল দখলের লড়াই
দেবব্রত মাইতির মৃত্যুর পর শেখ সুফিয়ানকে নিয়ে টানাপোড়েন চলেছিল বেশ কিছু দিন৷ অবশেষে গ্রেফতার করা হল তাঁর জামাইকে৷ তিনি তৃণমূলের পরিচিত মুখ৷ আজ জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে ডাকা হয়েছিল৷ তার মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়৷ আগেই গ্রেফতার হয়েছিলেন ২ জন৷ সব মিলিয়ে মোট ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল৷ তাঁদের হলদিয়া মহকুমা আদালতে আজই তোলা হবে৷
এর আগে বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃত্যুর ঘটনায় সুফিয়ানকে দীর্ঘ জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। হলদিয়ায় পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সুফিয়ান সহ বাকি তৃণমূল কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, ‘‘মেরুদণ্ড সোজা রেখেই সিবিআইয়ের প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছি।’’ তদন্তে সহযোগিতা করার কথাও জানিয়েছিলেন তিনি৷ উল্লখ্য, জাতীয় মানবাধিক কমিশনের টিমও এসেছিল নন্দীগ্রামে৷ সব কিছুর পর গ্রেফতার ১১ জন তৃণমূল কর্মী৷