উধাও হওয়ার ২১ দিন পর ফেসবুকে ‘সবুজ আলো’ জ্বালালেন শাহজাহান! নজর এড়াল না তদন্তকারীদের

উধাও হওয়ার ২১ দিন পর ফেসবুকে ‘সবুজ আলো’ জ্বালালেন শাহজাহান! নজর এড়াল না তদন্তকারীদের

cbi-searching-for-shahjahan-sheikhs-mobile

sheikh shahjahan

কলকাতা: তাঁর ডেরায়া গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার দিন থেকেই গায়েব সন্দেশখালির বাদশা শাহজাহান শেখ৷ গত তিন সপ্তাহ ধরে তন্ন তন্ন করে খুঁজেও তৃণমূল নেতার হদিশ পায়নি পুলিশ৷ মাঝে অজ্ঞাত স্থান থেকে এসেছিল তাঁর অডিও বার্তা৷ তবে শাহজাহান কোথায় গা ঢাকা দিয়েছেন তা এখনও জানতে পারেনি পুলিশ৷ শাহজাহানকে খুঁজছে ইডিও৷ এর মাঝেই ফেসবুকে হঠাৎ ‘আবির্ভূত’ সন্দেশখালির তৃণমূল নেতা৷ তাঁর নামে থাকা ফেসবুক পেজ থেকে আচমকা একটি পোস্ট করা হল। যা নজর এড়ায়নি তদন্তকারীদের৷ ওই পেজটি কারা পরিচালনা করেন, আইপি অ্যাড্রেস ধরে তা খোঁজার চেষ্টা চলছে। ফেসবুকের সূত্র ধরে নিখোঁজ নেতার কোনও খোঁজ পাওয়া যায় কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =