শেখ হাসিনা ফের বাংলাদেশে ফিরবেন! গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অপেক্ষা, জানালেন পুত্র জয়

কলকাতা: ছাত্র আন্দোলনের ধাক্কায় ভেঙে পড় আওআমী লিগ সরকার৷ প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা৷ বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন মুজিব-কন্যা৷ এর পরেই হাসিনা-পুত্র সজীব…

jay hasina

কলকাতা: ছাত্র আন্দোলনের ধাক্কায় ভেঙে পড় আওআমী লিগ সরকার৷ প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা৷ বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন মুজিব-কন্যা৷ এর পরেই হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন, তাঁর মা আর বাংলাদেশে ফিরবেন না৷  এবার সম্পূর্ণ ভিন্ন সুর জয়ের গলায়৷  সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাজিদ বলেন, ‘‘হ্যাঁ, আমি বলেছিলাম যে, মা আর দেশে ফিরবেন না। কিন্তু তার পর থেকে গত দু’দিনে পরিস্থিতি অনেকখানি বদলে গিয়েছে। আমাদের পার্টির নেতাদের উপর লাগাতার আক্রমণ চলছে৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিজেদের দলের নেতা-কর্মীদের বাঁচাতে যেটা প্রয়োজন, আমরা সেটাই করব।’’

 

হাসিনার যে ইস্তফা দিয়ে দেশ ছাড়ছেন, সে খবর ঘুণাক্ষরেও টের পাননি আওয়ামী লিগের নেতা-মন্ত্রীরা। হাসিনা চলে যাওয়ার পর আন্দোলনকারীদের হামলার মুখে পড়তে তাঁদের৷ এই পরিস্থিতিতে অনেকেই হাসিনার সিদ্ধান্তে হতাশ৷ তাঁর মন্ত্রিসভার এক প্রাক্তন সদস্য বলেই ফেলেন, ‘‘আমাদের এ ভাবে বিপদে ফেলে রেখে কী ভাবে চলে গেলেন উনি!’’ এর পরেই পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘‘আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম রাজনৈতিক দল। আমরা শেখ মুজিবুর রহমানের পরিবার। আমরা এ ভাবে দেশের মানুষ এবং আমাদের দলের নেতা-কর্মী-সমর্থকদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। উনি দেশে ফিরবেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়ার অপেক্ষায় রইলাম৷’’