আসানসোলে ফের প্রার্থী শত্রুঘ্ন, ‘বিহারীবাবু’কে ‘খামোশ’ করতে বিজেপি’র অস্ত্র কৈলাস?

আসানসোলে ফের প্রার্থী শত্রুঘ্ন, ‘বিহারীবাবু’কে ‘খামোশ’ করতে বিজেপি’র অস্ত্র কৈলাস?

shatrughan

কলকাতা: বিজেপি’র সঙ্গে মনোমালিন্যের জেরে মাঝপথে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়৷ এর পরেই উপনির্বাচনে প্রথম বারের জন্য ‘জোড়াফুল’ ফোটে আসানসোল লোকসভায়৷ প্রশান্ত কিশোরের পরামর্শে অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর হাত ধরেই আসে বদল৷ বাবুল ইস্তফা দেওয়ার পর বিজেপির দু’বারের জেতা আসন ছিনিয়ে আনেন ‘বিহারি বাবু’৷ বিজেপি থেকে তৃণমূলে আসা সেই শত্রুঘ্নকেই ফের আসানসোলে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার পশ্চিম বর্ধমানে দলীয় নেতাদের সাংগঠনিক বৈঠকে সে কথা সাফ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, শত্রুঘ্নকে ‘খামোশ’ করতে আসানসোলে বিজেপি’র তরুপের তাস হতে পারেন সঙ্গীত শিল্পী কৈলাস খের৷ এর আগে আসানসোলে বিজেপির ঝান্ডা গেরেছিলেন গায়ক বাবুল৷ তাই এবার-২০২৪-এর লোকসভায় আরও এক গায়ককে পাঠানো হতে পারে দুর্গজয়ে৷  তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গেরুয়া শিবির৷ শুভেন্দু চাইছেন এই কেন্দ্রে প্রার্থী করা হোক জিতেন্দ্র তিওয়ারিকে৷ তবে তাতে যে সবাই সহমত নন, সেটাও বাস্তব৷  সুফি গান গাওয়া কৈলাস যদিও লালনের গান গাইতে শুরু করেছেন৷ তাঁর গলায় অনেকেই হয়তো শুনেছেন, ‘মিলন হবে কত দিনে…’ ৷ তবে তিনি আসানসোলে শত্রুঘ্নর সঙ্গে মোকাবিলা করবেন কিনা, তা অবশ্য সময়ই বলবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *