শান্তনু ঠাকুরকে হত্যা করার চেষ্টা করেছে তৃণমূল: কৈলাস বিজয়বর্গীয়

কলকতা: প্রচারে বেরিয়ে গাইঘাটা থানার হাঁসপুর বাজার এলাকায় জলেশ্বর-হরিণঘাটা সড়কে পথ দুর্ঘটনায় জখম বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর৷ দুর্ঘটনার পিছনে ‘খুনের’ ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ গোটা ঘটনার পিছনে তৃণমূলের অন্তর্ঘাতের অভিযোগও তুলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা৷ শনিবার বনগাঁ মহকুমা হাসপাতালে জখম প্রার্থীকে দেখতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘এই ঘটনার

শান্তনু ঠাকুরকে হত্যা করার চেষ্টা করেছে তৃণমূল: কৈলাস বিজয়বর্গীয়

কলকতা: প্রচারে বেরিয়ে গাইঘাটা থানার হাঁসপুর বাজার এলাকায় জলেশ্বর-হরিণঘাটা সড়কে পথ দুর্ঘটনায় জখম বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর৷ দুর্ঘটনার পিছনে ‘খুনের’ ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ গোটা ঘটনার পিছনে তৃণমূলের অন্তর্ঘাতের অভিযোগও তুলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা৷

শনিবার বনগাঁ মহকুমা হাসপাতালে জখম প্রার্থীকে দেখতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘এই ঘটনার ষড়যন্ত্রকারী তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক৷’’ পরে সংবাদ মাধ্যমে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘বড় দুর্ঘটনার থেকে শান্তনু ঠাকুর বেচেঁছেন৷ এর পিছনে রয়েছে ষড়যন্ত্র৷ এই ষড়যন্ত্রে জ্যোতিপ্রিয় মল্লিক ও তৃণমূল সমর্থকরা সামিল৷ কারণ যে গাড়ি চালাচ্ছিল সে জ্যোতিপ্রিয় মল্লিকের ওখানে কাজ করে৷’’ একটা প্রাইভেট গাড়ি পুলিশের স্টিকার লাগানো ছিল৷ এটা জেনে শুনে করা হয়েছে৷ আমাদের বিশ্বস্ত একজনকে হত্যা করার চেষ্টা করা হয়েছে৷ রাজ্যের পুলিশের ওপর বিশ্বাস নেই৷ কেন্দ্রীয় সংস্থা এর তদন্ত করবে৷ লিখিত অভিযোগ করেছি৷’’

শনিবার গোটা ঘটনা প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ বলেন, ‘‘ওঁরা জিরো হয়ে যাবেন বুঝতে পেরে উল্টোপাল্টা বলছেন৷ বিজেপি প্রার্থীর গাড়িতে তিন-চার জন আরএসএসের লোক ছিল৷ উত্তরপ্রদেশ থেকে গাড়িতে এনে টাকা বিলি করা হচ্ছিল৷ ওই গাড়িটি আমরা বাজেয়াপ্ত করার দাবি করছি৷’’ গোটা ঘটনার পিছনে বিজেপির দলীয় কোন্দল রয়েছে বলে পাল্টা অভিযোগ জ্যোতিপ্রিয়র৷

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানানো পরে বলেন, ‘‘যে গাড়িটি শান্তনুর গাড়িতে ধাক্কা মেরেছে, সেটি সরকারি গাড়ি ছিল। এটা নিছকই দুর্ঘটনা, নাকি সাজানো ঘটনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা কমিশনকে জানিয়েছি। তাঁরা জেলা প্রশাসনের রিপোর্ট চাইছেন৷’’

বিজেপি প্রার্থীর গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হলেও শান্তনু ঠাকুরের অবস্থা স্থিতিশীল। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গঠন করা হয়েছে ৪ সদস্যের মেডিক্যাল টিম। শনিবার রাতে সিটিস্ক্যানের পর রবিবারও বেশ কিছু শারীরিক পরীক্ষা হবে বলে হাসপাতালের তরফে জানান হয়েছে।

শনিবার, বনগাঁ লোকসভা কেন্দ্রের গাইঘাটায় প্রচারের সময় পুলিশের স্টিকার লাগানো দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বিজেপি প্রার্থী গাড়ি৷ মাথার গুরুতর আঘাত লাগে বিজেপি প্রার্থীর। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিয়োগ তুলেছে বিজেপি৷ আজ রবিবার শান্তনু ঠাকুরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *