নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: নাগরিকত্ব আইন কার্যকর হওয়া নিয়ে আগে থেকেই কেন্দ্রের ওপর ক্ষুব্ধ বনগাঁর বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের পর ফের নাগরিকত্ব আইন কার্যকর হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আর তাতেই ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এর আগেও এই একই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি৷ এবার ফের ক্ষোভের সুর শান্তনু ঠাকুরের গলায়৷ তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত ব্যাপার। CAA কবে কার্যকর হবে তা আমরা ঠিক করতে পারি না। সেই সিদ্ধান্ত কেন্দ্রকেই নিতে হবে।
মঙ্গলবার দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জে মাতুয়া গোষ্ঠীর ডাকা এক সভায় উপস্থিত হয়ে নাগরিকত্ব ইস্যুতে রাজ্য সরকারকেও তুলোধনা করেন শান্তনু ঠাকুর৷ তিনি বলেন, একসময় রাজ্য সরকারকে ক্ষমতায় আসতে তারাই সাহায্য করেছিল৷ কিন্তু বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে মতুয়া সমাজ কিছুই পায়নি৷ একইসঙ্গে তিনি বলেন, বঙ্গে বিজেপিকে ১৮টি আসন এনে দিয়েছে তারা৷ তা না হলে পরিবর্তন আসত না৷ একইসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, “শুধু বর্তমান রাজ্য সরকারকে বলব না৷ বিগত সময় যত সরকার এসেছে কোনও সরকারই পিছিয়ে রাখা সম্প্রদায় বা উদবাস্তু সম্প্রদায়ের জন্য কোনও কাজ করেনি৷ যদি করত তাহলে আজ আমাদের এভাবে গলা ফাটাতে হত না”৷
তিনি আরও বলেন, রাজ্য সরকার কি জোর দিয়ে বলতে পারবে আজ থেকে ২০ বছর পর নতুন কোন কেন্দ্রীয় সরকার এসে এই সব নাগরিকদের দেশ থেকে বের করে দেবে না। রাজ্য সরকার কি গ্যারান্টি দেবে এ ব্যাপারে? প্রশ্ন শান্তনুর৷ তাঁর কথায়, প্রত্যেক সরকারের মেয়াদ কত দিন তা সবাই জানে, তাহলে কী ভাবে এই রাজ্য সরকার দাবি করে এদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়েছে। আসলে সবটাই রাজনীতি করা হচ্ছে বলে তিনি দাবি করে করেন শান্তনু৷