অমিত শাহ CAA নিয়ে অবস্থান স্পষ্ট না করলে দলীয় কর্মসূচিতে ‘না’ শান্তনুর

অমিত শাহ CAA নিয়ে অবস্থান স্পষ্ট না করলে দলীয় কর্মসূচিতে ‘না’ শান্তনুর

কলকাতা:  সিএএ নিয়ে অমিত শাহের মন্তব্যে নাখুশ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর৷ অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতির  দাবি, অবিলম্বে নাগরিকত্ব আইন (সিএএ) প্রয়োগ করে ভোট দেওয়ার প্রতিশ্রুতি পালন করতে হবে৷ কিন্তু অবিলম্বে যে সিএএ কার্যকর করা সম্ভব নয়, তা বঙ্গ সফরে এসে একপ্রকার বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ আর তাতেই চটেছেন শান্তনু৷ এপের এড়ালেন বিজেপি’র কর্মসূচি৷ মঙ্গলবার উত্তর ২৪ পরগণার গাইঘাটায় বিজেপি’র যোগদান মেলায় দেখা গেল না বনগাঁর সাংসদকে৷ 

আরও পড়ুন- ঘর ভাঙা বিজেপির কাজ, সুজাতার পাশে দাঁড়িয়ে সৌমিত্রকে কটাক্ষ অনন্যার

দ্রুত সিএএ কার্যকর করার দাবিতে বেশ কিছু দিন ধরেই দলের উপর চাপ বাড়াচ্ছিলেন শান্তনু৷ বিগত কয়েক মাস ধরে দলীয় কর্মসূচিতেও অনুপস্থিত তিনি৷ একইভাবে গতকালের যোগদান মেলাতেও দেখা মেলেনি তাঁর৷ অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতির  সাফ বক্তব্য, ‘‘অমিত শাহ ঠাকুরনগরে এসে সিএএ নিয়ে আগে তাঁর অবস্থান স্পষ্ট করুক৷ তার পরেই দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের বিষয় নিয়ে চিন্তাভাবনা করব৷’’ 

কয়েক দিন আগে ঠাকুরনগরে গিয়েছিলেন বিজেপি’র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ শান্তনুর সঙ্গে কথাও বলেন তিনি৷ কিন্তু বরফ যে গলেনি, মঙ্গলবারের ঘটনাই তার প্রমাণ৷ তবে এদিন বিজেপি’র মঞ্চে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়।  সিএএ কার্যকর করা নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে আশ্বস্ত করেন তাঁরা৷ কিন্তু তাঁদের কথায় আশ্বস্ত নন শান্তনু ঠাকুর৷ তিনি বলেন, অমিত শাহকে ঠাকুরনগরে এসে এ বিষয়ে কথা বলতে হবে৷ 

আরও পড়ুন- আজ কাঁথিতে তৃণমূলের পদযাত্রা, চৈত্র সেলের সঙ্গে তুলনা দিলীপের

প্রসঙ্গত বঙ্গ সফরে এসে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, অবিলম্বে সিএএ চালু করা নিয়ে সমস্যা রয়েছে৷ দেশে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়৷ টিকা চালু হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে সিএএ বলবৎ করা হবে৷ সিএএ নিয়ে বিধি প্রণয়নের কাজ চলছে৷ এর পর থেকেই আরও বেশি ক্ষুব্ধ শান্তনু৷ অন্যদিকে এই মান অভিমানকে কাজে লাগিয়ে বিজেপি’র ঘর ভাঙানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল৷ মতুয়াদের জন্য কাজ করতে শান্তনুকে তৃণমূলে আসার আহ্বান জানিয়েছে শাসক দল৷        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 19 =