সাত দিনের মধ্যে CAA কার্যকর হবে রাজ্যে, বড় দাবি মন্ত্রী শান্তনু ঠাকুরের

সাত দিনের মধ্যে CAA কার্যকর হবে রাজ্যে, বড় দাবি মন্ত্রী শান্তনু ঠাকুরের

shantanu thakur

কাকদ্বীপ: লোকসভা নির্বাচনের আগেই লাগু হবে নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ৷ রবিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তবে এবার শুধুই প্রতিশ্রুতি নয়, একেবারে সময় বেঁধে দিলেন তিনি।  আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ ও দেশের অন্যান্য রাজ্যে সিএএ লাগু হবে বলে কার্যত ‘গ্যারান্টি’ দিয়ে দিলেন তিনি৷ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কথায়, “সাত দিনের মধ্যেই সিএএ লাগু হবে। আপনারা নিজেরাই সেটা দেখতে পাবেন। আমি এই মঞ্চ থেকে গ্যারান্টি দিচ্ছি।”

প্রসঙ্গত, ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ আইনে পরিণত হয়। এই আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ সহ ৬টি ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে দেশ জুড়ে এই আইনের তীব্র প্রতিবাদ জানানো হয়৷ যার জেরে এখনও পর্যন্ত সিএএ কার্যকর করা সম্ভব হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + seven =