ফের বেসুরোদের নিয়ে পিকনিকে শান্তনু, দিলেন হুঁশিয়ারি!

ফের বেসুরোদের নিয়ে পিকনিকে শান্তনু, দিলেন হুঁশিয়ারি!

বনগাঁ: বনগাঁর পর গোবরডাঙা। ফের দলের বেসুরোদের নিয়ে পিকনিকের আয়োজন করলেন বিজেপির বিদ্রোহী সাংসদ শান্তনু ঠাকুর। জল্পনায় ঘি ঢেলে জানালেন, এখানেই পিকনিক পর্বের শেষ হচ্ছে না৷ বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক প্রসঙ্গে সুর চডিয়ে শান্তনু বললেন, ‘‘অমি আবার এদের নিয়ে বসব৷’’

বনগাঁ লোকসভা কেন্দ্রের কর্মীদের উজ্জীবিত করতে বিভিন্ন জায়গায় পিকনিকের মাধ্যমে চলছে আলোচনা । এরপর রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মীসভা করবেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু। বিজেপির বিক্ষুব্ধদের মূলত যাদের নিয়ে শান্তনু ঠাকুর আগে পিকনিক করেছেন বা মিটিংয়ে বসেছেন তাদেরকে শোকজ করা হতে পারে? এ নিয়ে প্রশ্ন করা হলে শান্তনু ঠাকুরের চড়া জবাব ‘‘আমি আবার এদের নিয়ে বসব৷ যাদের মনোবল ভেঙে গিয়েছে তাদের নিয়ে আবার বসব৷’’

কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘‘সাংসদ হিসাবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সবাইকে বোঝানো আমার দায়িত্ব। আমি আমার লোকসভা কেন্দ্রে আরও পিকনিকের মাধ্যমে ‘সম্পর্ক যাত্রা’ করছি। রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মীরা এবং ভোটারদের এছাড়া বিভিন্ন কমিউনিটির মানুষদের যারা বিজেপি করে তাদের উজ্জীবিত করতে কর্মীসভা করব৷’’

প্রায় এক মাস ধরে রাজ্য কমিটিতে রদ বদল নিয়ে শান্তনু ঠাকুররা সুর চড়াচ্ছিলেন৷ কিন্তু দলে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে প্রশ্ন করা হলে শান্তনুর বক্তব্য, ‘‘যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্র নেবে৷ তারপর আপনাদের জানাব। তবে কেন্দ্রের তরফে এবিষয়ে এখনও আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।’’ তাই সিএএ নিয়ে প্রধানমন্ত্রীকে মতুয়াদের তরফের ফের চিঠি দেওয়া হবে বলে জানান তিনি। বস্তুত, এদিনের পিকনিকে অনেক বেসুরোকে দেখা গেলেও দেখা যায়নি বিজেপির রাজ্যের অন্যতম শীর্ষ কর্মকর্তা জয়প্রকাশ মজুমদারকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − three =