Aajbikel

এক দশকে ১০০০ কোটি টাকা বদল! জেল হেফাজতে গেলেন শঙ্কর

 | 
শঙ্কর

কলকাতা:  ইডি হেফাজত শেষে শনিবার আদালতে পেশ করা হয় রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। এদিন তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। শঙ্কর আঢ্যকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় নগর দায়েরা আদালত৷

এদিন ইডি  আদালতে জানায়,  তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বিভিন্ন ব্যবসা রয়েছে। তার মধ্যে অন্যতম বৈদেশিক মুদ্রা বিনিময়ের কারবার। সম্প্রতি ডাকুর সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংস্থার তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর নথি বাজেয়াপ্ত করে পুলিশ। সেই সব নথি খতিয়ে দেখার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির দাবি, ২০১২ থেকে ২০২৩, গত এক দশকের মধ্যে শঙ্করের এই সংস্থাগুলির মাধ্যমে প্রায় ১০০০ কোটি টাকার ভারতীয় মুদ্রা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে। ইডি আরও জানায়, এই ১০০০ কোটি টাকার মধ্যে প্রায় ৩৫০ কোটি টাকা শঙ্করের চারটি সংস্থার মাধ্যমে বিদেশি মুদ্রায় পরিবর্তিত করা হয়েছে। হিরামতি এক্সপোর্ট সংস্থার মাধ্যমে ১১৭ কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে।

Around The Web

Trending News

You May like