কলকাতা: প্রকাশ্য দিবালোকে কলকাতা ফের অ্যাসিড হামলার সাক্ষী হল কলকাতা। খোদ স্বামী স্ত্রীকে অ্যাসিড ছুড়লেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতার কসবা এলাকায়। পুলিশ সূত্রের খবর, নিজের শিশুকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় বিবি চ্যাটার্জি রোডে অ্যাসিড হামলার শিকার হন ওই মহিলা। বরাত জোড়ে গুরুতর না হলেও সামান্য জখম হয়েছেন ওই মহিলা। ওই মহিলার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। সাংসারিক অশান্তি লেগেই থাকত। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সাংসারিক অশান্তি থেকে স্বামী স্ত্রীর ওপর অ্যাসিড ছুঁড়েছে। অভিযোগ, এদিন সকালে পাঁচ বছরের শিশুকে স্কুলে পৌঁছে আসার সময় স্ত্রীর ওপর চড়াও হন স্বামী সঞ্জয় দাস। প্রথমে ওই মহিলাকে কটূক্তি করেন তিনি। পরে ধাতব বস্তু দিয়ে মহিলার মাথায় আঘাত করে স্বামী সঞ্জয় দাস। ওই মহিলা প্রতিবাদ করলে, তাঁর ওপর অ্যাসিড ছুঁড়ে মারে সঞ্জয় দাস।
কসবা পুলিশ জানিয়েছে, আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কী ধরনের অ্যাসিড ব্যবহার করছে সঞ্জয় দাস, পুলিশ তা খতিয়ে দেখছে। পরীক্ষার জন্য রাসায়নিকটি ল্যাবরেটরিতে পাঠানো হতে পারে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার ঘাড়ের কিছুটা অংশ অ্যাসিডে পুড়ে গিয়েছে। তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবারই অভিযুক্ত স্বামীকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।