বালু গ্রেফতার হতেই পাঁচটি মোবাইল নষ্ট, শাহজাহানের ঘরে টাকার পাহাড়!

বালু গ্রেফতার হতেই পাঁচটি মোবাইল নষ্ট, শাহজাহানের ঘরে টাকার পাহাড়!

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় তাঁর তল্লাটে তল্লাশি অভিযানে গিয়ে রক্ত ঝরে ইডি আধিকারিকদের৷ তিনি সন্দেশাখালির ‘বেতাজ বাদশা’ তৃণমূল নেতা শেখ শাহজাহান৷ তিনি এখন পলাতক৷ তবে ভয়ে সিঁটিয়ে গোটা এলাকা৷ তারই মধ্যে শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তির সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু গ্রেফতার হতেই নিজের পাঁচটি মোবাইল ভেঙে ফেলেন শাহজাহান৷ 

ইডি সূত্রে খবর,  তৃণমূল নেতা যে প্রমাণ নষ্টের চেষ্টা করেছেন, সে খবর তাঁদের কানেও পৌঁছেছিল৷ এদিকে, শাহজাহান সম্ভবত অনুমান করেই নিয়েছিলেন, আজ না-হয় কাল, মন্ত্রীর সূত্র ধরে তাঁর নাম বেরিয়ে আসবে৷ দু’জনের যোগাযোগের প্রমাণ লোপাট করতেই ভেঙে ফেলেন নিজের মোবাইল। মনে করা হচ্ছে, বাংলাদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা৷ পলাতক শাহজাহানকে ধরতে লুকআউট নোটিশ জারি করা হয়েছে৷    

ইডির এক আধিকারিক বলেন, ‘‘সে দিন শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে ঢুকতে পারলে, বিপুল নগদ টাকার পাশাপাশি বেআইনি অস্ত্রও হয়তো উদ্ধার হত। আমাদের আটকাতে মরিয়া হয়ে উঠেছিলেন শাহজাহান। ফোন করে লোক জড়ো করে আমাদের আটকানো হয়।’’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *