আয়কর রিটার্ন জমা দিতে চেয়ে আদালতে আর্জি শাহজাহানের! ফেরত চাইছেন গাড়িও

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখের নতুন নাটক৷ আয়কর রিটার্ন জমা দিতে চেয়ে আদালতে আবেদন করলেন তিনি৷ এই মর্মে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে আবেদন…

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখের নতুন নাটক৷ আয়কর রিটার্ন জমা দিতে চেয়ে আদালতে আবেদন করলেন তিনি৷ এই মর্মে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানান শাহজাহানের আইনজীবী বিপ্লব গোস্বামী। তিনি আদালতে জানান, তাঁর মক্কেল আয়কর রিটার্ন জমা দিতে চাইছেন। কিন্তু, ইডি তাঁর মক্কেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রাখায় তিনি তা পারছেন না।  ব্যাঙ্ক কর্তৃপক্ষও স্টেটমেন্ট দিচ্ছে না। আদালত যেন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার জন্য নির্দেশ দেয়৷ এখানেই শেষ নয়, শাহজাহানকে গ্রেফতার করার পর তাঁর একটা গাড়িও আটক করেছিল ইডি। সেই গাড়িটিও ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন সন্দেশখালির ‘বাঘ’৷

 

ব্যাঙ্কশাল আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় এই বিষয়ে কোনও নির্দেশ না দিলেও, তিনি মৌখিকভাবে জানিয়েছেন, প্রয়োজনে শাহজাহানের আইনজীবী ইডির কাছে আবেদন জানাতে পারেন। তদন্তকারী সংস্থা মনে করলে গাড়িটি ফেরত দিতে পারে।