Aajbikel

ধবধবে সাদা পোশাক, ৫৫ দিন পর প্রকাশ্যে শাহজাহান, ১০ দিনের পুলিশি হেফাজত পাঠাল আদালত

 | 
শাহজাহান

 কলকাতা:  সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত৷ যদিও শাহজাহানকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল লিশ। আদালত তাঁকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ৫৫ দিন পর প্রকাশ্যে আসেন সন্দেশখালির ‘বাঘ’৷  ধবধবে সাদা জামা-প্যান্ট, পায়ে স্নিকার্স৷ যদিও এদিন আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি কথাও বলেননি শাহজাহান৷ 

গ্রেফতারির পর তাঁকে সোজা নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতের গারদে৷ বৃহস্পতিবার সকালে কোর্ট লকআপ থেকে থেকে বার করে নিয়ে আসা হয় এজলাসে। লকআপ থেকে এজলাসে আনার সময় দেখা যায় সাদা কুর্তা এবং পাজামা পরে রয়েছেন শাহজাহান৷ তবে কোনও কথা তিনি বলেননি। আদালত তাঁকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায়৷ 

Around The Web

Trending News

You May like