shahjahan sheikh
কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে গিয়ে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের৷ সেদিনের পর থেকেই উধাও তৃণমূল নেতা৷ ইডি ও পুলিশ একযোগে তল্লাশি চালিয়েও হদিশ মেলেনি সন্দেশখালির ‘নবাব’-এর৷ গত বুধবার তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর নোটিসও টাঙিয়ে দিয়ে আসে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা৷ ওই নোটিসে ২৯ জানুয়ারি, সোমবার সকাল ১১টার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়। সেই নোটিসে সাড়া দিয়ে ২৪ দিন পর শাহজাহাম সামনে আসবেন কিনা, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। তবে সেই সময়সীমা পেরিয়েছে৷ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি শাহজাহান। তবে মনে করা হয়েছিল, তিনি নিজে না এলেও আইনজীবী মারফত নথিপত্র পাঠাবেন হয়তো। তবে সকাল ১১টা পর্যন্ত সেটাও পাঠাননি শাহজাহান৷