চার বছরে ৪২টি মামলা, ৪১টিতে চার্জশিট! তবুও পুলিশের খাতায় ‘পলাতক’ ছিলেন না শাহজাহান

চার বছরে ৪২টি মামলা, ৪১টিতে চার্জশিট! তবুও পুলিশের খাতায় ‘পলাতক’ ছিলেন না শাহজাহান

কলকাতা: চার বছরে ৪২টি মামলা রয়েছে তাঁর নামে৷ এর মধ্যে ৪১টি মামলায় চার্জশিট দাখিল হয়েছে। অথচ এর পরেও পুলিশ তাঁকে ‘পলাতক’ তকমা দেয়নি৷ শুধু তাই নয়, গত চার বছরে এর মধ্যে একটি মামলাতেও (জামিন অযোগ্য ধারাও আছে) শাহজাহানকে গ্রেফতার করা তো দূর, বরং নিগৃহ করা হয়েছে অভিযোগকারীকেই৷ উল্টে তাঁদের মিথ্যা মামলায় জড়িয়ে ভিটেমাটি ছাড়া করেছে বলে হাই কোর্টে জানিয়েছেন আইনজীবীরাই। আরও একাধিক অভিযোগের ক্ষেত্রে সুকৌশলে শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠে এসেছে৷ 

তবে কি পুলিশ সব কিছু জেনেশুনেও চুপ ছিল৷ উঠছে প্রশ্ন? মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি সাফ জানিয়েছেন, শাহজাহানকে গ্রেফতারে বাধা নেই বলে৷ এই নির্দেশ আসার পর তৃণমূলের একাংশের দাবি, আগামী সাত দিনের মধ্যেই গ্রেফতার হবেন শাহজাহান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *