Aajbikel

কোন ‘গুহা’য় মোবাইল লুকিয়ে রেখেছে সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান? সূত্র রয়েছে সিবিআইয়ের হাতে

 | 
শাহজাহান

 কলকাতা: টানা ৫৫ দিন আত্মগোপনের পর পুলিশের জালে ধরা পড়েন সন্দেশখালির বহুষ্কৃত তৃণমূল  শাহজাহান শেখ৷ তাঁকে ধরা গেলেও, তাঁর ফোন কোথায় তা এখনও জানতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এবার সেই সংক্রান্ত ‘গুরুত্বপূর্ণ’ সূত্র এল সিবিআইয়ের হাতে। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, শাহজাহানের ফোন নষ্ট করা হয়নি। ফোনটি কোথায় থাকতে পারে সে ব্যাপারেও কিছু তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। জেরার মুখে নিজেই এই সব তথ্য জানিয়েছেন শাহজাহান৷ তিনি জানিয়েছেন, ফোনের জন্য বিপদ নেমে আসতে পারে অনুমান করেই সেটি সরিয়ে ফেলেছিলেন তিনি।

সিবিআই মনে করছে, শাহজাহানের ফোন থেকে বহু তথ্য বেরিয়ে আসতে পারে৷ শুধু ইডির উপর মামলার ঘটনাই নয়, রেশন দুর্নীতি সংক্রান্ত মামলা এমনকি, যে নতুন আমদানি-রফতানি সংক্রান্ত দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সন্দেশখালিতে তল্লাশি অভিযানে নেমেছে ইডি, সেই বিষয়েও অনেক অজানা সূত্র মিলতে পারে শাহজাহানের মোবাইল থেকে৷ 

Around The Web

Trending News

You May like