Aajbikel

মেডিক্যাল পরীক্ষায় জন্য নিয়ে যাওয়ার সময় মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ‘বাঘ’?

 | 
শাহজাহান

কলকাতা: টানা ৫৫ দিন নিখোঁজ থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ৷ পরের দিন কোর্টে তোলার সময় তাঁর শরীরি ভাষা দেখে অবাক হয়েছিলেন সকলে৷ সংবাদ মাধ্যমকে দেখে তর্জনী উঁচিয়ে বার্তা দিয়েছিলেন সন্দেশখালির ‘বাঘ’। প্রচ্ছন্নে দিয়েছিলেন ‘নির্দেশ’৷ বুঝিয়ে দিয়েছিলেন, তিনি কোনও কথা বলবেন না। এক সপ্তাহ পর ‘বাঘ’ থেকে ‘ভিজে বেড়াল’ শাহজাহান৷ নিজেই মুখ খুললেন। শুক্রবার সংবাদ মাধ্যমকে দেখে সিবিআই কর্তা এবং নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপ পেরিয়েই পৌঁছে দিলেন কিছু কথা৷ 

মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা-র ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমকে দেখে শাহজাহান বললেন, তিনি সুবিচার পাওয়ার আশা রাখেন, তবে ইডি-সিবিআই-পুলিশ বা আদালতের কাছ থেকে নয়! শাহজাহানের এই কথায় নিরাশা স্পষ্ট৷ সিবিআই দফতর থেকে মেডিক্যাল পরীক্ষার জন্য যাওয়ার সময় সংবাদমাধ্যমকে দেখে শাহজাহান বলে ওঠেন, ‘‘সব মিথ্যে কথা’’। এর পরেই সন্দেশখালির ‘নবাব’ বলেন, ‘‘উপরওয়ালা এর বিচার করবে।’’

Around The Web

Trending News

You May like