কলকাতা: বাংলায় সিএএ বিরোধী আন্দোলনকে শান দিতে ২৮ ফেব্রুয়ারি আসতে চলেছেন চন্দ্রশেখর আজাদ ও শাহিনবাগের দাদি। জানা গিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পার্কসার্কাসের মল্লিকবাজারে একটি জনসভা করবে ভারতীয় সেক্যুলার কাউন্সিল। সেখানেই বক্তব্য রাখবেন জনপ্রিয় দলিত নেতা চন্দ্রশেখর আজাদ, দিল্লির শাহিনবাগের আন্দোলনরত দাদি বিলকিস বানু, মহাত্মা গান্ধির নাতি তুষার গান্ধি, সংবিধান প্রণেতা বাবা সাহেব ড: ভীমরাও আম্বেদকরের নাতি রাজরত্ন আম্বেদকর, সুপ্রিমকোর্টের আইনজীবী মেহমুদ প্রচা প্রমুখ। ওইদিন জমায়েতও হবে বেশ বড়সড়ই। আশাবাদী সংগঠনের কর্তারা।
জানা গিয়েছে, ওই দিনের অনুষ্ঠানে আন্দোলনকারীদের অনেকেই উপস্থিত থাকবেন। সিএএ বিরোধী আন্দোলনে শাহিনবাগ দেশকে নতুন দিশা দেখিয়েছে। সেই আদলেই পার্কসার্কাসে বিক্ষোভ গড়ে উঠেছে। সেই বিক্ষোভকে আরও জোরদার করতে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় সরকারের সিএএয়ের বিরোধিতা করে প্রথম থেকে সরব হয়েছেন চন্দ্র শেখর আজাদ। এই কারণে তাঁকে জেলে যেতেও হয়েছে। জেল থেকে ফিরে তিনি ইসলামও দলিতদের ঐক্যবদ্ধ করতে বেশি গুরুত্ব দিয়েছেন। অন্য দিকে শাহিনবাগে দিল্লির ঠান্ডার কামড়েও আন্দোলন থেকে সরানো যায়নি তিন বৃদ্ধাকে। এই তিন বৃদ্ধা বর্তমানে শাহিনবাগের আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন। এই তিন বৃদ্ধার অন্যতম বিলকিস বানু। তিনি কলকাতাতে পার্কসার্কাসে আন্দোলনরত কর্মীদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। তাতেই চওড়া হাসি দেখা দিয়েছে আন্দোলনরত মহিলাদের। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, প্রায় দুই মাস, শীত সংসার উপেক্ষা করে মহিলারা আন্দোলনের জন্য পার্ক সার্কাসে দিন কাটাচ্ছেন। এটা কম কথা নয়।