জঙ্গলমহলের দুস্থ পড়ুয়ারা লেখাপড়ার দায়িত্ব নিল এসএফআই

কলকাতা: জঙ্গলমহলে তৃণমূল-মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের দৃষ্টান্ত রেখেছেন যাঁরা, তাদের মধ্যে সবার প্রথমেই উঠে আসে মার্শাল মুর্মুর নাম। সেই মার্শাল মুর্মু এখন দ্বাদশ শ্রেণির ছাত্র। একটি দৈনিক সংবাদপত্রের সাম্প্রতিক প্রকাশিত খবরে ভারতের ছাত্র ফেডারেশন জানতে পারে যে, পরিবারের প্রবল আর্থিক সঙ্কট মার্শালের পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। মিলছে না প্রাপ্য সরকারি সাহায্যটুকুও। এই খবরের প্রেক্ষিতেই

জঙ্গলমহলের দুস্থ পড়ুয়ারা লেখাপড়ার দায়িত্ব নিল এসএফআই

কলকাতা: জঙ্গলমহলে তৃণমূল-মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের দৃষ্টান্ত রেখেছেন যাঁরা, তাদের মধ্যে সবার প্রথমেই উঠে আসে মার্শাল মুর্মুর নাম। সেই মার্শাল মুর্মু এখন দ্বাদশ শ্রেণির ছাত্র।

একটি দৈনিক সংবাদপত্রের সাম্প্রতিক প্রকাশিত খবরে ভারতের ছাত্র ফেডারেশন জানতে পারে যে, পরিবারের প্রবল আর্থিক সঙ্কট মার্শালের পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। মিলছে না প্রাপ্য সরকারি সাহায্যটুকুও। এই খবরের প্রেক্ষিতেই ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সিদ্ধান্ত নেয় যে, এখন থেকে মার্শাল মুর্মুর পড়াশোনার সমস্ত খরচ বহন করবে সংগঠন। এ বিষয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, ‘‘প্রতিরোধের জ্বলন্ত মশাল মার্শাল মুর্মু। আমরা ওর পাশে আছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে ওর পরিবারকে সমস্ত রকমভাবে সাহায্য করার চেষ্টা করব আমরা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *