জাদুঘরের অন্দরে মহিলা ইন্টার্নকে যৌন হেনস্তা অধিকর্তার বিরুদ্ধে

কলকাতা: ভারতীয় জাদুঘরের অধিকর্তার বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ মহিলা ইন্টার্নের৷ নিউ মার্কেট থানায় দায়ের অভিযোগ৷ গোটা বিষয়টি লোকজানা হতেই জাদুঘরের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে৷ যদিও, মহিলা ইন্টার্নের তোলা অভিযোগ অস্বীকার অধিকর্তার৷ পুলিশে অভিযোগ জানিয়ে ওই মহিলা ইন্টার্ন দাবি করেছেন, গত ২০১৬ সাল থেকে নানা সময় বেশ কিছু আপত্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে৷ গায়ে হাত দেওয়া

জাদুঘরের অন্দরে মহিলা ইন্টার্নকে যৌন হেনস্তা অধিকর্তার বিরুদ্ধে

কলকাতা: ভারতীয় জাদুঘরের অধিকর্তার বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ মহিলা ইন্টার্নের৷ নিউ মার্কেট থানায় দায়ের অভিযোগ৷ গোটা বিষয়টি লোকজানা হতেই জাদুঘরের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে৷ যদিও, মহিলা ইন্টার্নের তোলা অভিযোগ অস্বীকার অধিকর্তার৷

পুলিশে অভিযোগ জানিয়ে ওই মহিলা ইন্টার্ন দাবি করেছেন, গত ২০১৬ সাল থেকে নানা সময় বেশ কিছু আপত্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে৷ গায়ে হাত দেওয়া থেকে নানারকম প্রলোভন দেখানো হয়েছে৷ যৌন হেনস্তার মতোও বেশ কিছু অভিযোও তোলা হয়েছে৷ ওই ইন্টার্নের অভিযোগ, শৌচালয়ে বেশিক্ষণ থাকলে, কেন তিনি বেশিক্ষণ শৌচালয়ে ছিলেন, তার জবাবও চাওয়া হত৷ যদিও, অধিকর্তার দাবি, তিনি এমন কিছুই করেননি৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 3 =