Aajbikel

একটু জল চাই, তীব্র গরমে বিদ্যুৎ! নাগরিক বিদ্রোহে উত্তাল বাংলা

 | 
একটু জল চাই, তীব্র গরমে বিদ্যুৎ! নাগরিক বিদ্রোহে উত্তাল বাংলা

কলকাতা: একদিকে দীর্ঘ লকডাউন, অন্যদিকে আমফানের তাণ্ডব৷ জোড়া বিপর্যয়ের মুখে জেরবার গোটা দক্ষিণবঙ্গ৷ ঝড়ের তাণ্ডব ৩ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি পরিস্থি৷ সড়ক যোগাযোগ থেকে বিদ্যুৎ, টেলি, ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়েছে৷ ঝড়ের তাণ্ডবে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মধ্যবিত্ত জনতা৷ বন্ধ জল সরবরাহ৷

বিদ্যুতের দাবিতে এবার কার্যত বাড়ি থেকে বেরিয়ে পথ অবরোধের শামিল হলেন স্থানীয় বাসিন্দারা৷ তীব্র গরমে জল চাই, বিদ্যুৎ চাই, মূলত এই শ্লোগান তুলে এবার বিক্ষোভ শামিল হলেন শহর কলকাতার বেশ কিছু অঞ্চলের বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের তরফে বিদ্যুৎ সংযোগ পুনরায় ফিরিয়ে আনার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় জল সরবরাহ লাটে উঠেছে৷ আর তার জেরেই চরম বিপাকে পড়েছেন শহর ও শহরতলির বহু মানুষ৷ এখনও পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, কলকাতার বিস্তীর্ণ এলাকা অন্ধকারে রয়েছে৷ কবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে তা ভেবে উঠতে পারছে না৷

বাইপাস থেকে বেহালা, গড়ফা, সুলেখা মোড়ে আলো ও জলের দাবিতে অবরোধের স্থানীয়দের৷ বিদ্যুৎ ও জলের দাবিতে আজ সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা৷ অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে গন্ডগোলে জড়ান স্থানীয়রা৷ এরপর শুরু হয় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ৷ অভিযোগ, স্থানীয়দের মেরে এলাকাছাড়া করে পুলিশ৷ জল, বিদ্যুৎ না পেয়ে চরম সংকটে কল্যাণী এক্সপ্রেসওয়ে বাসিন্দারা৷

Around The Web

Trending News

You May like