ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির দোরগোড়ার পর পর বোমা

ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির দোরগোড়ার পর পর বোমা

ভাটপাড়া: বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বাড়ির সামনে ফের বোমাবাজি৷  সাত সকালে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া এলাকা। জানা গিয়েছে, ভোর ৬টা নাগাদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোঁড়া হয়। এই ঘটনায় বড়সড় কোনও ক্ষতি না হলেও, বাড়ির দেওয়ালে হামলার চিহ্ন স্পষ্ট৷ সিআইএসএফ পাহারারত থাকার মাঝেই বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।  

আরও পড়ুন- আয়ের উৎস কি? জানতে চেয়ে অভিষেককে ফের তলবের সম্ভাবনা ED-র

এই ঘটনায় মধ্যরাত থেকেই উত্তেজনা ছড়ায় ভাটপাড়া এলাকায়৷ অর্জুন সিংয়ের অভিযোগ, শুধু তাঁর বাড়ি লক্ষ্য করেই বোমা ছোড়া হয়নি৷ দুষ্কৃতীদের নিশানায় ছিল তাঁর বাড়িতে পাহারারত সিআইএসএফ জওয়ানরাও৷ সেই সঙ্গে এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও আনেন তিনি৷ জানা গিয়েছে রাত ৩টে নাগাদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে এই বোমাবাজি করা হয়৷ তাঁর বাড়ির সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘাঁটি লক্ষ্য করেও বোমা পড়ে৷ বেশ কয়েকটি দেওয়াল অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে কেউ আহত হননি৷ 

আরও পড়ুন-  নির্বাচন ঘোষণার ৩ দিনের মাথায় মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি! বড় অভিযোগ

উল্লেখ্য, বিজেপি সাংসদ অর্জুন সিং ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কী ভাবে বোমাবাজির মতো ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ প্রশ্ন উঠেছে বাড়ির গলির সামনে ভিড় দেখেও কেন এগিয়ে গেলেন না সিআইএসএফ জওয়ানরা? এই ঘটনার স্বভাবতই ক্ষুব্ধ গেরুয়া শিবির। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এটা রুটিন ব্যাপার হয়ে গিয়েছে। অর্জুন সিং ও তাঁর পরিবারকে উত্যক্ত করতে এটা শাসকদলের কাজ৷’’ 

এদিকে, অর্জুন সিং এখন বাড়িতে নেই৷ রয়েছেন দিল্লিতে৷ এই ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ এই ঘটনার জন্য শাসক দলের দিকেই আঙুল তুলেছেন তিনি৷ এদিকে খবর পেয়েই সাংসদের বাড়ির সামনে উপস্থিত হয় জগদ্দল থানার পুলিশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 6 =