রায়গঞ্জ: দুই দিনের টানা বৃষ্টিতে প্লাবিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকা। অতিভারী বৃষ্টিতে রায়গঞ্জ শহরে বেশ কয়েকটি ওয়ার্ডে জল দাঁড়িয়ে পড়েছে। কোনও কোনও এলাকায় বৃষ্টির জল ঘরে ঢুকে পড়ায় চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জের বেশ কিছু এলাকার বাসিন্দারা।
মূলত রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় সংলগ্ন এলাকা, বীরনগর, দেবীনগর, শক্তিনগর, অশোক পল্লী, নেতাজি পল্লী, কলেজপাড়া, রমেন্দ্রপল্লী,পূর্বাশা পাড়া, পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল জমে গিয়েছে। ফলে চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য, লক্ষ্মী পুজোর দিনে এমন প্রাকৃতিক দুর্যোগে সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। স্থানীয় বাসিন্দা শ্যামল চক্রবর্তী বলেন, ‘‘আগে এমন কখনো জল জমেনি। এই নিম্নচাপের বৃষ্টিতে জল জমাতে সমস্যার মুখে পড়েছি।’’ অন্যদিকে গৃহবধু পূজা দেবনাথ বলেন, ‘‘ঘরে জল ঢুকে যাওয়ায় ছোট বাচ্চা নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছি। জিনিসপত্র নষ্টের পাশাপাশি সাপ পোকা মাকড়ের আতঙ্কে রয়েছি।’’
অপরদিকে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে জমা জল নামানোর জন্য পাম্প মেশিনের ব্যবস্থা করেছে। বৃষ্টি কমলেই কাজ শুরু হবে বলে জানান রায়গঞ্জ পুরসভার উপ পুরপ্রধান অরিন্দম সরকার। তিনি বলেন, লাগাতার ৭২ ঘন্টা ধরে বৃষ্টি হবার কারণে জল জমেছে বিভিন্ন এলাকায়। যদিও এলাকাবাসীর দাবি, ঠিক মতো নিকাশি পরিষ্কার না হওয়ার ফলেই এই সমস্যা৷ অবিলম্বে নিয়মিত নিকাশি পরিষ্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা৷