সপ্তমে নির্বাচন, বঙ্গ ভোটের কুরুক্ষেত্রে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সপ্তমে নির্বাচন, বঙ্গ ভোটের কুরুক্ষেত্রে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

 
 

কলকাতা: আগামী ২৬ এপ্রিল সপ্তম দফার নির্বাচন৷ বাকি সমস্ত দফার মতো এই দফাতে অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন৷ সপ্তম দফায় ২৮৪জন প্রার্থী ৩৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, সপ্তম দফায় শুধুমাত্র বুথে ভোটের জন্য ব্যবহৃত হবে ৬৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ বর্তমানে রাজ্যে ভোটের জন্য মোট ১০৭১ কোম্পানি বাহিনী রয়েছে৷

কমিশন সূত্রে জানা গিয়েছে, আসানসোল-দুর্গাপুর ১৫৪ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০৮ কোম্পানি, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক ১০২ কোম্পানি, কলকাতায় ৬৩ কোম্পানি, মালদায় ১২২ কোম্পানি, মুর্শিদাবাদে ১০২ কোম্পানি, এবং রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিকের ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে৷ মোট ৭৯৬ কোম্পানি বাহিনী সম্পূর্ণ ভোটের জন্য থাকছে৷ তার মধ্যে ৬৫৩ কোম্পানিকে বুথ পাহারার কাজে রাখছে নির্বাচন কমিশন৷ বাকি বাহিনী নির্বাচনের অন্যান্য কাজের জন্য থাকবেন৷ 

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনা বা কোনও অশান্তি এবারে মেনে নেবে না নির্বাচন কমিশন৷ যদিও কোনও রকম ভাবে অশান্তি ছড়ায় তাহলে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবে কমিশন৷ কোভিড প্রটোকলকে যাতে ঠিকভাবে মানা হয়, তার জন্য নির্বাচন কমিশন দফায় দফায় বিভিন্ন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন৷

সপ্তম দফায় ভোট হবে: দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর৷ মালদহ জেলায় হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়ায় ভোটগ্রহণ৷ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘী, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রামে ভোট রয়েছে৷ পশ্চিম বর্ধমানে দুর্গাপুর পুর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ,জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বরাবনিতে ভোট রয়েছে৷ কলকাতা দক্ষিণে ভবানীপুর, কলকাতা পোর্ট, রাসবিহারী, বালিগঞ্জ ভোট রয়েছে৷ যদিও জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে রাজনৈতিক দলের প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুটি বিধানসভায় ভোটগ্রহণ হবে আগামী ১৬ মে৷ ওই দুই কেন্দ্রের গণনা ১৯ মে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + two =