বাঁকুড়া: ঘরের ছেলে ঘরে ফিরল৷ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরাখণ্ড থেকে ট্রেকিং সেরে নির্বিঘ্নে বাড়ি ফিরলেন বাঁকুড়ার ওন্দার সাত পর্যটক। সোমবার ভোরেই তাঁরা পুরুষোত্তমপুরের গ্রামের বাড়িতে ফিরেছেন। ফলে যাবতীয় উৎকন্ঠার অবসান৷ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের লোকেরা।
ওন্দার কাঁটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর গ্রামের বিকাশ রায়, সবুজ মণ্ডল, অরণ্যদেব মণ্ডল, ত্রিপুরারী কুণ্ডু, পুস্পেন মণ্ডল ও পাশের গ্রাম আকড়দার মৃত্যুঞ্জয় পাল, অন্বেষা পালরা গত ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা হন। এর দু’দিন পর ১৬ অক্টোবর পর্যন্ত তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর মধ্যেই উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় ও বাড়ির লোকেরা কোন যোগাযোগ করতে পারেননি। এনিয়ে চরম উৎকন্ঠা তৈরি হয়েছিল বাড়িতে থাকা পর্বতারোহীদের পরিবারের সদস্যদের মধ্যে।
এদিন বাড়িতে বসে ওই ট্রেকিং দলের সদস্য বিকাশ রায়, অরণ্যদেব মণ্ডলরা বলেন, ‘‘উত্তরাখণ্ডের হরকিদুনভ্যালিতে ট্রেকিং রুটে থাকাকালীন প্রথম দু’দিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে সমস্যায় পড়েছিলাম। তৃতীয় দিন থেকে পরিস্থিতির উন্নতি হয়। পরে ট্রেকিং শেষে সাঁকরিতে নেমে উত্তরাখণ্ড জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ের খবর পাই। তবে ওই ঘটনায় অনেক বাঙালি পর্যটক মারা গিয়েছেন৷ তা অত্যন্ত দুঃখের বলে তাঁরা জানান।’’ পাপিয়া মণ্ডল বলেন, ‘‘ক’দিন ধরে দুঃশ্চিন্তার মধ্যে ছিলাম। খুব ভাল লাগছে। তবে আমার ছেলেরা ফিরলেও অনেকে ফিরতে পারেনি। তাদের জন্য খারাপ লাগছে৷’’