একদিনেই সাড়ে ৭ লক্ষ! পুজো আবহে মেট্রোতে তিল ধারণের জায়গা নেই

একদিনেই সাড়ে ৭ লক্ষ! পুজো আবহে মেট্রোতে তিল ধারণের জায়গা নেই

kolkata metro

কলকাতা: মহালয়া থেকেই কার্যত পুজো শুরু হয়ে গিয়েছে বাঙালির। একাধিক পুজো-প্যান্ডেল উদ্বোধন হয়ে যাওয়ার কারণে রাস্তায় রাস্তায় ভিড়ও বাড়ছে। শেষ তিনদিনে শহর কলকাতায় তাক লাগানো জনস্রোত দেখা গিয়েছে। কিন্তু কতজন মানুষ ঠাকুর দেখছেন এই সময়ে তা কখনই অঙ্ক কষে বলা সম্ভব নয়। তবে শুধুমাত্র চতুর্থীর দিন মেট্রোতে যে ভিড় হয়েছে তার সংখ্যা জানার পর একটা আন্দাজ করা যেতেই পারে।

রেল সূত্রে খবর, চতুর্থীতে উত্তর-দক্ষিণ মেট্রোয় চেপে যাতায়াত করেছেন প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ! স্টেশন হিসেবে দেখতে গেলে সবথেকে বেশি ভিড় হয়েছে দমদম স্টেশনে। তার পর আছে ধর্মতলা বা এসপ্ল্যানেড। অন্যদিকে ভিড়ের ক্ষেত্রে দক্ষিণ কলকাতার কালীঘাট স্টেশন রবীন্দ্র সদনকেও ছাপিয়ে গিয়েছে। এও জানা গিয়েছে, শুধু চতুর্থী নয় তৃতীয়াতেও মেট্রোতে যাত্রী সংখ্যা সাত লক্ষের ওপরে ছিল। সব মিলিয়ে দুর্গাপুজোতে ভিড়ের ছক্কা। 

কিন্তু এত ভিড়ের স্পষ্ট কারণ কী? বিষয় হল, শেষ কয়েকদিনে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা তো হচ্ছেই, আবার অনেক পুজো উদ্বোধন হয়ে যাওয়ার ফলে ঠাকুর দেখার প্রভাবও পড়েছে রাস্তায়। দুই কারণে মানুষের ঢল এখন কলকাতার সব জায়গায়। ওদিকে বিভিন্ন জেলা থেকেও শহরে মানুষ আসছেন ঠাকুর দেখতে। বিখ্যাত পুজো মণ্ডপ এলাকাগুলির পাশাপাশি বাজার এলাকাতেও তাই তীব্র ভিড়। আর সেই সংলগ্ন মেট্রো স্টেশনেও তার প্রভাব পড়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *