সপ্তশৃঙ্গ জয়, বিশ্বরেকর্ড সত্যরূপ সিদ্ধান্তর

কলকাতা: আন্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলে আরোহণের মাধ্যমে সর্বকনিষ্ঠ হিসেবে সপ্তশৃঙ্গ ও সপ্তম আগ্নেগিরির জয় করে বিশ্ব রেকর্ড করলেন সত্যরূপ সিদ্ধান্ত। এদিন ভারতীয় সময় সকাল ৬:২৮ মিনিটে আন্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলে জয় করেন তিনি। ৩৬ বছর ১৫৭ দিন বয়সে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুল সপ্তশৃঙ্গ ও সপ্তম আগ্নেগিরির জয় করে এতদিন রেকর্ড ধরে রেখেছিলেন। এদিন সেই

সপ্তশৃঙ্গ জয়, বিশ্বরেকর্ড সত্যরূপ সিদ্ধান্তর

কলকাতা: আন্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলে আরোহণের মাধ্যমে সর্বকনিষ্ঠ হিসেবে সপ্তশৃঙ্গ ও সপ্তম আগ্নেগিরির জয় করে বিশ্ব রেকর্ড করলেন সত্যরূপ সিদ্ধান্ত। এদিন ভারতীয় সময় সকাল ৬:২৮ মিনিটে আন্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলে জয় করেন তিনি। ৩৬ বছর ১৫৭ দিন বয়সে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুল সপ্তশৃঙ্গ ও সপ্তম আগ্নেগিরির জয় করে এতদিন রেকর্ড ধরে রেখেছিলেন। এদিন সেই রেকর্ড ভাঙলেন এক বঙ্গসন্তান।

ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টা ২৫ মিনিটে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলি আগ্নেয়গিরির শৃঙ্গে পা রাখেন ৩৫ বছরের পর্বতারোহী সত্যরূপ৷ এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের দখলে৷ তিনি ৩৬ বছরের৷ এদিন নিজের ট্যুইট হ্যান্ডেলে এই কীর্তির কথা জানান সত্যরূপ। ২০১৭ সালে সপ্তশৃঙ্গ জয়ের কীর্তি স্থাপন করেছিলেন তিনি। তাঁর এই নতুন সাফল্য বিশ্বের দরবারে বাঙালিকে নতুন করে আলোকিত করল বলে মত পর্যবেক্ষক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *