উৎসবের সাত দিন অতিরিক্ত পরিষেবা মেট্রো কর্তৃপক্ষের

কলকাতা: বড়দিন উপলক্ষে কলকতায় বাংলির কাছে আকর্ষনীয় জায়গা হল পার্ক স্ট্রিট। এই সময় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষ ঘুড়তে আসে পার্ক স্ট্রীট অঞ্চলে। রেস্তোঁরাতে খাওয়া দাওয়ার পাশাপাশি চলে হই হুল্লোর। সাধারণ মানুষের আকর্ষন বাড়াতে এই সময় গোটা পার্কষ্ট্রিট সেজে ওঠে আলোক সজ্জায়। হয় কার্ণিভাল সহ নানা কিছু। সেই কারণেই প্রতি বছরের মতো এবারও

উৎসবের সাত দিন অতিরিক্ত পরিষেবা মেট্রো কর্তৃপক্ষের

কলকাতা: বড়দিন উপলক্ষে কলকতায় বাংলির কাছে আকর্ষনীয় জায়গা হল পার্ক স্ট্রিট। এই সময় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষ ঘুড়তে আসে পার্ক স্ট্রীট অঞ্চলে। রেস্তোঁরাতে খাওয়া দাওয়ার পাশাপাশি চলে হই হুল্লোর। সাধারণ মানুষের আকর্ষন বাড়াতে এই সময় গোটা পার্কষ্ট্রিট সেজে ওঠে আলোক সজ্জায়। হয় কার্ণিভাল সহ নানা কিছু। সেই কারণেই প্রতি বছরের মতো এবারও বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে গভীর রাত পর্যন্ত পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ৷ এমনকি সব কয়টি মেট্রো ষ্টেশনে রাখা হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ২৪ ও ৩১ ডিসেম্বর মধ্য রাত পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করবে। ২৫ ও ৩১ জানুয়ারী বাদ দিয়ে আপ ও ডাউন লাইনে শেষ মেট্রো ছাড়বে রাত ১১.১০মিনিটে। আর ২৫ ও ৩১ ডিসেম্বর মাঝরাতে পর্যন্ত চলবে মেট্রো। এছাড়াও যাত্রী নিরাপত্তার খাতিরে আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী ও ক্যুইক রেসপন্স টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twelve =