তৃণমূলের ৭ বুথ এজেন্ট ‘নিখোঁজ’! বিজেপির হাত দেখছে শাসকদল

তৃণমূলের ৭ বুথ এজেন্ট ‘নিখোঁজ’! বিজেপির হাত দেখছে শাসকদল

da7c37c3989cd472e2c5c2f4389a115d

জগদ্দল: যত সময় এগোচ্ছে ষষ্ঠ দফা নির্বাচন ঘিরে উত্তাপ আরো বাড়ছে রাজ্য জুড়ে। এবার চাঞ্চল্যের ঘটনা ঘটলো জগদ্দলে কারণ সেখানে নিখোঁজ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাত জন বুথ এজেন্ট! এই ঘটনায় অভিযোগের তীর ভারতীয় জনতা পার্টির দিকে। 

জগদ্দলের তৃণমূল কংগ্রেস প্রার্থী জানাচ্ছেন, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা সকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বুথে যাওয়ার জন্য। কিন্তু অদ্ভুতভাবে এখন সবাই বেপাত্তা। সকাল থেকে তাদের সকলের খোঁজ শুরু হলেও এখনো পর্যন্ত কারোর খবর মেলেনি। এই ব্যাপারে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের সরাসরি অভিযোগ ভারতীয় জনতা পার্টি শিবিরের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে ভয় দেখিয়ে এই সাত জন বুথ এজেন্টকে পাকড়াও করে রেখেছে তারা। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত বিজেপির তরফে কোন রকম প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। চার জেলা উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানের মোট ৪৩ আসনে নির্বাচন। ভাগ্য নির্ধারণ হবে একাধিক হেভিওয়েট ও তারকা প্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *