কলকাতা: আপাতত একটা বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে যে বাংলায় তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস এবং ২০০ তো দূর, ১০০ আসন হয়তো খুব কষ্ট করে পেতে হবে বিজেপিকে। তবে হঠাৎ এই আবহে রাজ্যের একাধিক জায়গায় বন্ধ হয়ে গেল ভোট গণনা! উত্তর ২৪ পরগনায় বন্ধ হয়ে গিয়েছে ভোট গণনা। জানা গিয়েছে সার্ভার সমস্যার জন্য ভোট গণনা বন্ধ হয়ে গিয়েছে।
কিছুক্ষণ আগে নন্দীগ্রামে একই সমস্যা হয়েছিল। সেখানেও দাবি করা হচ্ছিল যে ভোট গণনায় দেরি হবে কারণ সার্ভারে সমস্যা রয়েছে। বারাসত, বারাকপুরে প্রায় ৪০ মিনিট বন্ধ গণনা। তাৎপর্যপূর্ণ ভাবে দেখা যাচ্ছে যে কয়েকটি জায়গায় তৃণমূল এগিয়ে রয়েছে সেখানেই এই সমস্যা দেখা দিয়েছে। কারণ উত্তর ২৪ পরগনা কার্যত তৃণমূলের দখলে চলে গিয়েছে এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর থেকে এগিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অবশ্য ভাবে এই সার্ভার সমস্যা ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস শিবির।