তৃতীয় লিঙ্গের জন্য আলাদা ওয়ার্ড, নজির গড়ল বালুরঘাট হাসপাতাল

তৃতীয় লিঙ্গের জন্য আলাদা ওয়ার্ড, নজির গড়ল বালুরঘাট হাসপাতাল

বালুরঘাট: তৃতীয় লিঙ্গের কোনও অসুস্থ মানুষ হাসপাতালে এলে তাঁকে কোনও ওয়ার্ডে ভর্তি করা হবে এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে রাজ্যে প্রথমবার তৃতীয় লিঙ্গের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ডের ব্যূবস্থা করা হল। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সদর হাসপাতালে এই ওয়ার্ডটির উদ্বোধন করেন তৃতীয় লিঙ্গের এক মানুষ। এই ধরনের উদ্যোগে বেজায় খুশি তৃতীয় লিঙ্গের মানুষেরা।

এদিন নতুন ওয়ার্ডের উদ্বোধন করেন বনি রায় নামে তৃতীয় লিঙ্গের এক প্রতিনিধি। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার তপন বিশ্বাস, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে প্রমুখ। প্রাথমিকভাবে ওই ওয়ার্ডটিতে চারটি শয্যার ব্যবস্থা করা হয়েছে। তবে প্রয়োজন পড়লে এই শয্যার সংখ্যা বাড়ানো হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে,  জেলার তৃতীয় লিঙ্গের ৩০০ জন নাম নথিভুক্ত করা রয়েছে।

দক্ষিণ দিনাজপুরের মুখ্যআধিকারিক সুকুমার দে জানিয়েছেন, অসুস্থ হয়ে কোনও তৃতীয় লিঙ্গের মানুষ হাসপাতালে এলে, তাঁদের কোন ওয়ার্ডে ভর্তি করা হবে, সেই নিয়ে সমস্যা দেখা দিত। বিশেষ করে, গুরুতর অসুস্থ অবস্থায় এলে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও বিপাকে পড়তে হতো। মহিলা বিভাগে না পুরুষ বিভাগে ভর্তি করা হবে, সেই নিয়ে বিস্তর জলঘোলা চলত। এতে তৃতীয় লিঙ্গের মানুষ যেমন অস্বস্তিতে পড়তেন, তেমনি হাসপাতালের সম্মান ক্ষুন্ন হতো। সমস্ত কিছু বিচার বিবেচনা করেই আলাদা ওয়ার্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *