Aajbikel

বিজেপি নেতা খুনে তফসিলি কমিশনের চাঞ্চল্যকর অভিযোগ! কতটা সমস্যায় তৃণমূল?

 | 
অরুণ হালদার

 

কলকাতা: বিজেপি নেতা খুনে তফসিলি কমিশনের চাঞ্চল্যকর অভিযোগ! ‘খুনের নেপথ্যে পুলিশ’! বিস্ফোরক দাবি কমিশনের ভাইস চেয়ারম্যানের! তফসিলি নেতা খুনে কতটা সমস্যা বাড়তে পারে তৃণমূলের? এর প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে?  পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের বাকচায় গত সোমবার নৃশংসভাবে খুন করা হয়েছে বিজেপি নেতা তফসিলি (এসসি) জাতিভুক্ত বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে।  আর সেই খুনের ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করল জাতীয় এসসি কমিশন। কমিশনের ভাইস চেয়ারম্যানের দাবি, তফসিলি সম্প্রদায়ের বিজয়কৃষ্ণকে খুনের ঘটনার নেপথ্যে রয়েছে পুলিশ।


বিজেপি বুথ সভাপতি খুনের ঘটনা খতিয়ে দেখতে এসে  এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। ঠিক কি বলেছেন তিনি? অরুণ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, "পুলিশের নেতৃত্বে  এই খুন হয়েছে। ময়না থানার আইসি'কে এক্ষুনি সাসপেন্ড করা উচিত। এই রাজ্য সরকার তফসিলিদের কথা ভাবে না। বিজয়কৃষ্ণের খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। পুলিশ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। তদন্তেও সহযোগিতা করছে না। এর উপযুক্ত তদন্ত করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে কমিশন। ডিজি ও এসপিকে দিল্লিতে ডেকে পাঠানো হবে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখানে একের পর এক খুন হচ্ছে। গোটা প্রশাসন ভেঙে পড়েছে। এখানকার পুলিশ, জেলাশাসক কমিশনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এখানে আমরা ঘাঁটি গেড়ে থাকব। রাজ্যে ২২ শতাংশ তফসিলি সম্প্রদায়ের মানুষের বাস। গোটা দেশে বসবাসকারী এমন তফসিলি মানুষদের সুরক্ষা নিশ্চিত করতেই গঠন করা হয়েছে জাতীয় এসসি কমিশন। অথচ সেই কমিশনের গুরুত্বকে লঘু করার চেষ্টা করছে এ রাজ্যের পুলিশ।’’

 

আর প্রশ্নটা সেখানেই। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর তফসিলি জাতি, উপজাতি এবং আদিবাসীদের ভোটব্যাঙ্ক গেরুয়া শিবিরের সঙ্গেই থাকতে শুরু করেছে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিজেপির প্রতি আদিবাসীদের সমর্থন আরও বেড়েছে বলেই জানা যায়। দেশের সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র থাকা উত্তরপ্রদেশের তফসিলি ভোটের সিংহভাগ বিজেপির দিকে গিয়েছে। একটা সময় এই ভোটের প্রধান দাবিদার ছিল মায়াবতীর বহুজন সমাজ পার্টি। সেদিক দিয়ে বিচার করলে পশ্চিমবঙ্গে ২২ শতাংশ তফসিলি সম্প্রদায়ের ভোটের বড় অংশ বিজেপির দিকে চলে গেলে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের বিপদ বাড়বে।


যেভাবে তফসিলি জাতিভুক্ত বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতীরা, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বাংলার তফসিলি সমাজে। সবচেয়ে বড় কথা ময়নার এই ঘটনার প্রভাব পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রগুলিতেও পড়বে। ময়না বিধানসভা তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তাই আগামী লোকসভা নির্বাচনে তফসিলি নেতা খুন হওয়ার বিষয়টি অন্যতম ইস্যু হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। যা তৃণমূলকে একেবারেই স্বস্তি দিচ্ছে না। তাই লোকসভার আগে পঞ্চায়েত নির্বাচনে এই খুনের ঘটনার প্রভাব তফসিলি অধ্যুষিত অঞ্চলগুলিতে কতটা পড়ে সেদিকে নজর থাকবে সবার।

 

Around The Web

Trending News

You May like