মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন, শেখ সুফিয়ান পেলেন না পঞ্চায়েতের টিকিট

মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন, শেখ সুফিয়ান পেলেন না পঞ্চায়েতের টিকিট

নন্দীগ্রাম: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকায় নাম নেই একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের। এই ঘটনায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কী মনে করে শাসক দল তাঁকে টিকিট দিল না তা নিয়েই চর্চা। ২০২১ সালের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি। তবে ২০২৩ পঞ্চায়েত ভোটে সুফিয়ান ভোটে লড়ছেন না। শুধু সুফিয়ান নন, তাঁর অনুগামীদেরও টিকিট না দেওয়ার অভিযোগ উঠেছে। 

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর সুফিয়ান এবং তাঁর অনুগামীরা নির্দিষ্ট কাজ করা শুরু করেন ভোট প্রসঙ্গে। কিন্তু দলের অন্দরে এই নিয়ে আপত্তি রয়েছে তা বুঝে যায় রাজ্য নেতৃত্ব। সেই প্রেক্ষিতেই বৈঠকে বসেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। পরে এই বৈঠক থেকেই জানিয়ে দেওয়া হয়, সুফিয়ানকে টিকিট দেওয়া হচ্ছে না পঞ্চায়েত ভোটের জন্য। এতেই আলোচনা বৃদ্ধি পায়। অন্যদিকে, সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে দলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। তবে তাঁর অনুগামীরা সরাসরি অভিযোগ করেছে যে, দল দুর্নীতিগ্রস্তদের পাশে থাকছে।