হাওড়া: বাগানে সুপারি চুরির ঘটনা দেখে ফেলায় এক বৃদ্ধার গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ডোমজুড়ের খাটোরা গ্রামে বাগানের পাতকুয়া থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷
পুলিশ জানিয়েছেন, মৃত মহিলার নাম গীতারানি সাউ (৬৬)। ডোমজুড় থানা সূত্রের খবর, সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধা। প্রতিদিন কার মতো তিনি সোমবার দুপুরেও গরুর জন্য বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকেরা আশপাশের এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও তাঁর কোনও সন্ধান পায়নি। এরপর মঙ্গলবার সকালে বাগানের কুয়োতে তাঁর নলি কাটা দেহ দেখতে পায় বাড়ির লোকেরা। কুয়োর মুখ নারকেল পাতায় ঢাকা ছিল।
মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, এলাকায় সুপারি চুরি করছিল দুষ্কৃতীরা৷ গীতাদেবী গরুর ঘাস কাটার সময় সেটি দেখে ফেলে৷ সম্ভবত, দুষ্কৃতীদের মধ্যে কাউকে তিনি চিনে ফেলেছিলেন৷ তারই জেরে ওই বৃদ্ধাকে দুষ্কৃতীরা খুন করেছেন বলে মনে করা হচ্ছে৷ খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷ একই সঙ্গে আতঙ্কের পরিবেশও৷ সকলেরই দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করুক পুলিশ৷