হাওড়া: কোনও বিধানসভায় স্বাভাবিক হারেই ভোট পড়েছে, আবার কোথাও বেশ কিছুটা কম ভোট পড়েছে। যা আগামী ২৩ মে পর্যন্ত উদ্বেগে রাখছে সব রাজনৈতিক দলকেই। তবে উল্লেখযোগ্যভাবে কম ভোট পড়েছে উত্তর হাওড়া ও বালি বিধানসভা কেন্দ্রে।
এই দু’টি কেন্দ্র নিয়েই কিছুটা হলেও চিন্তায় ছিল তৃণমূল। আবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত মধ্য হাওড়া, পাঁচলা, দক্ষিণ হাওড়ায় স্বাভাবিক হারেই ভোট পড়েছে। কিন্তু, ভোটদানের হার কম হল কেন? তা নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অনেকে মনে করছেন, সোমবার প্রচণ্ড গরম ছিল। সেই কারণে শহরের ভোটারদের একটি বড় অংশ বুথমুখী হননি। আবার অনেকে মনে করছেন, হাওড়া পুরসভার বাকি তিনটি বিধানসভায় স্বাভাবিক হারে ভোট হলেও ওই দু’টি এলাকায় ভোট কম হল কেন? তাহলে কী বিরোধী দলগুলি তাদের ভোটারদের বুথমুখী করতে ব্যর্থ হয়েছে? উত্তর হাওড়ার ১১ থেকে ১৪ নম্বর ওয়ার্ডে সাম্প্রতিককালে বিজেপির দাপট অনেকখানি বেড়েছে। ওই তিনটি ওয়ার্ডে ভোটের হার ৭০ শতাংশের কম। আবার ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দাপট অনেক বেশি। সেখানে ভোটের হার ৮৫ শতাংশ ছাপিয়ে গিয়েছে।