বাংলার ২৩ জেলায় ‘লকডাউন’ শহরের তালিকা, দেখুন একনজরে

বাংলার ২৩ জেলায় ‘লকডাউন’ শহরের তালিকা, দেখুন একনজরে

কলকাতা: করোনা সংক্রমণ রুখতে এবার কলকাতায় লকডাউন করার কেন্দ্রের সুপারিশে অনুমোদন দিল রাজ্য সরকার৷ গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত কমপক্ষে ৭৫ জেলায় লকডাউন রাখার প্রস্তাব কেন্দ্রের তরফে৷ কেন্দ্রের সেই সুপারিশ অনুযায়ী আগামীকাল বিকাল থেকে গোটা বাংলার কলকাতা-সহ সমস্ত পুর-এলাকায় লকডাইন ঘোষণা করা হয়েছে৷ জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত এই নির্দেশ কার্যকর হবে৷ এই পরিস্থিতি বাড়িতে সুরক্ষিত থাকুন৷ গুজবে কান দেবেন না৷ সতর্ক থাকুন৷ কোন শহরে এই বিধিনিধেষ কার্যকর হচ্ছে? দেখু তালিকা৷

নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ২৩ জেলায় বিভিন্ন শহরের নাম উল্লেখ করে লকডাউন রাখা হয়েছে৷ তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, কোচবিহার জেলা সদর, আলিপুরদুয়ার জেলা সদর, জলপাইগুড়ি জেলার সদর, দার্জিলিং, শিলিগুড়ি শহরে লকডাউন থাকবে৷

উত্তর দিনাজপুর গোটা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা সদর৷ মালদা গোটা জেলা৷ মুর্শিদাবাদ গোটা জেলা৷ নদীয়া গোটা জেল৷ বীরভূম সমস্ত পুর শহর৷ পশ্চিম মেদিনীপুর গোটা জেলা৷ পূর্ব বর্ধমান জেলা সদর। কালনা শহর, কাটোয়া শহর। পুরুলিয়া জেলা শহর৷ বাঁকুড়া জেলা শহর৷ পশ্চিম মেদিনীপুর জেলা শহর৷ খড়গপুর শহর, ঘাটাল৷ ঝাড়গ্রাম জেলা শহর৷ পূর্ব মেদিনীপুর জেলা শহর৷ হলদিয়া শহর, দিঘা শহর, শহর, কাঁথি শহর৷ হাওড়া গোটা জেলা৷ হুগলি জেলা শহর, চন্দননগর শহর, কোন্নগর শহর, আরামবাগ শহর, শ্রীরামপুর শহর, উত্তরপাড়া শহর৷ দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ড হারবার, সোনারপুর, বারুইপুর, বজবজ, মহেশতলা৷ উত্তর ২৪ পরগনার সমস্ত পুরশহর ও সল্টলেক ও নিউটাউন রয়েছে৷ গোটা কলকাতা কর্পোরেশন এলাকায় লকডাউন রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =