কলকাতা: সপ্তাহের শুরুতেই একটি খবর তোলপাড় ফেলে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে গিয়েছে এক আগন্তুক। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা সকালে ওই ব্যক্তিকে দেখতে পেয়েই কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেন। এবার রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব করেছে।
আরও পড়ুন- রানি রাসমণির সঙ্গে এবার মমতার তুলনা! বিতর্কের কেন্দ্র বিশ্বজিৎ
সূত্র মারফৎ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী আজ নবান্নে বৈঠক করেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ছাড়াও ডিজি সিকিউরিটি, কলকাতা পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। সেখানে জেড প্লাস ক্যাটাগরিতে নিরাপত্তার ক্ষেত্রে কোথায়, কেন ফাঁক ছিল তা খতিয়ে দেখে আগামী সোমবারের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনায় কোন কোন নিরাপত্তা কর্মীর দায়িত্বে ত্রুটি ছিল তা খতিয়ে দেখেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বাড়ি ছাড়াও নবান্নের সুরক্ষার দিকেও বাড়তি নজর দেওয়া হচ্ছে।
তবে আজকের এই ঘটনা নিয়ে লালবাজার আগেই জানিয়েছিল, এক সন্দেহভাজন ব্যক্তি কোনও অজানা উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন। রবিবার সকালে নিরাপত্তাররক্ষীদের নজরে আসার পরই তাঁকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শেষে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম হাফিজুল মোল্লা৷ হাফিজুলের বাবা জানান, তাঁর ছেলে মানসিক ভাবে অসুস্থ৷ কলকাতার মেন্টাল হাসপাতালে চিকিৎসা চলছে৷ গত ছয় মাস ধরে এই সমস্যা দেখা দিয়েছে৷ তিনি আরও জানান, বাড়িতে থাকলেই স্ত্রীর উপর অত্যাচার করে, তাঁকে মারধর করে ছেলে৷ এর আগে একবার নবান্নেও ঢুকে পড়েছিলেন তিনি।