কলকাতা: শনিবার রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে জায়গায় জায়গায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, আরও হচ্ছে। নিরাপত্তা নিয়ে যে কড়া ব্যবস্থা করা হচ্ছে তা আগেই জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশও থাকার কথা বুথে বুথে। কিন্তু ভোটের ঠিক আগের দিন যে ছবি ধরা পড়ছে একাধিক জায়গার, তাতে উদ্বেগ বাড়ছে। ভোটের নামে প্রহসন হচ্ছে বলে দাবি করা হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ব্লকের চম্পাহাটি অঞ্চলের পাঁচটি বুথে মাত্র একজন করে মহিলা পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলে দাবি করা হয়েছে। এ কেমন নিরাপত্তা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর অঞ্চলে ২২৪ নং বুথে গ্ৰামবাসীরা ব্যালট বাক্স সহ সব কিছু ভাঙচুর করে দিয়েছে বলেও জানা গিয়েছে। সেই বুথে নাকি একজন রাজ্য পুলিশের কনস্টেবল ছিল। স্থানীয় সূত্রে খবর, স্পেশাল অবজারভারের কাছে ফোন যাওয়ার বেশ কিছুক্ষণ পর ৩ জন রাজ্য পুলিশ আসে। কিন্তু কিছুক্ষণ পর আবার ওই ৩ জন চলেও যায়।
আরও জানা গিয়েছে, ওই বুথের প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে বুথের থমথমে অবস্থা। কার্যত সকাল থেকে কোনও কাজ হয়নি। প্রিসাইডিং অফিসার না থাকায় আগের দিনের যে প্রচুর কাজকর্ম থাকে সেগুলো কার্যত বন্ধ। শনিবারের ভোটে কী হবে, তা নিয়ে এখন থেকেই আতঙ্ক।