আট মাস ধরে বেতন পাচ্ছেন না নিরাপত্তা কর্মীরা

কলকাতা: রাজ্যে সেরিকালচার (রেশম চাষ) দপ্তরের নিরাপত্তা কর্মীরা বেতন পাচ্ছেন না। চলতি বছরের এপ্রিল মাস থেকে রাজ্য সরকার এই কর্মীদের বেতন বন্ধ করে দিয়েছে। গত আট মাস বেতন না পেয়েও নিরাপত্তা কর্মীরা কাজ করছেন। কম বেতনে ঠিকায় কর্মী নিয়োগের জন্য স্থায়ী কর্মীদের সরিয়ে দিতে এই অমানবিক পরিকল্পনা নিয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গের ১৩টি জেলায় ৬৫টি সেরিকালচার ফার্ম

আট মাস ধরে বেতন পাচ্ছেন না নিরাপত্তা কর্মীরা

কলকাতা: রাজ্যে সেরিকালচার (রেশম চাষ) দপ্তরের নিরাপত্তা কর্মীরা বেতন পাচ্ছেন না। চলতি বছরের এপ্রিল মাস থেকে রাজ্য সরকার এই কর্মীদের বেতন বন্ধ করে দিয়েছে। গত আট মাস বেতন না পেয়েও নিরাপত্তা কর্মীরা কাজ করছেন। কম বেতনে ঠিকায় কর্মী নিয়োগের জন্য স্থায়ী কর্মীদের সরিয়ে দিতে এই অমানবিক পরিকল্পনা নিয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গের ১৩টি জেলায় ৬৫টি সেরিকালচার ফার্ম রয়েছে। এই ফার্মগুলিতেই নিরাপত্তা কর্মী হিসাবে নিয়োগ করা হয়েছিল অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের। ২০১০ সালে জেলা ভিত্তিক সোলজার বোর্ড থেকে রাজ্য সরকার নিরাপত্তা কর্মী চেয়ে পাঠায়। সেইমত নিয়ম বিধি মেনে সোলজার বোর্ড অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নাম সেরিকালচার দপ্তরে পাঠিয়েছিল। পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে এই সেনা কর্মীদের নিয়োগ করা হয়েছিল। ২৬৮ জন নিরাপত্তা কর্মীকে নিয়োগ করেছিল রাজ্য সরকারের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দপ্তর। ১৩টি জেলায় ২৬৮ জনকে নিয়োগ করার পর ২০১১ সাল থেকে বেতন পেতে শুরু করেন এই কর্মীরা। অবসর প্রাপ্ত সেনাকর্মী যাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর তাঁরাই মূলত এই কাজে যোগ দিয়েছিলেন। এই কর্মীদের মধ্য যাঁদের নিজস্ব লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ছিল তাঁদের বেতন অন্যান্য কর্মীদের থেকে সামান্য বেশি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *