কলকাতা: মঙ্গলবার দোল উৎসব। রঙের উৎসবে মাততে চলছে গোটা রাজ্যের মানুষ। কিন্তু দোলের দিন শহরের নিরাপত্তা কেমন থাকবে, তা নিয়ে আগে থেকেই পদক্ষেপ নিয়ে নিয়ে পুলিশ। কোনও ভাবে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটতে পারে তার জন্য বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোলের সঙ্গে সঙ্গে হোলির দিনেও শহরের নিরাপত্তা বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ক্যানসার ধরা পড়েছিল মার্কিন প্রেসিডেন্টের, কতটা মারাত্মক
হোলির তুলনায় দোলের দিন চাপ বেশি থাকে বটে কিন্তু এবার দুই দিনই শহরের নিরাপত্তায় পুলিশের সংখ্যা সমান থাকবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। খবর, দু’দিনেই কলকাতায় থাকতে পারে অতিরিক্ত সাড়ে তিন হাজার থেকে চার হাজার পুলিশ বাহিনী। শহরের অন্তত পাঁচশোটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে পুলিশ পিকেট। এছাড়া মদ খেয়ে গাড়ি চালানো বা বেপরোয়া ড্রাইভিং অথবা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে গাড়ি আটক করবে পুলিশ। এই বিষয়ে কড়াকড়ি আরও বেশি করা হচ্ছে। এদিকে জানান হয়েছে। দোল বা হোলি বলে হেলমেট পরা হবে না, এমনটা নয়। না পরলেই দিতে হবে মোটা জরিমানা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মার্চেই ৩৫ ডিগ্রি গরম! Maximum temperature to exceed 35 degrees Celsius in March” width=”560″>
আরও জানা গিয়েছে, শহরে থাকবে অতিরিক্ত সংখ্যক ইন্সপেক্টর ও অন্যান্য পদের আধিকারিকরাও। পকেটগুলির প্রত্যেকটি ডিভিশনে একজন করে অতিরিক্ত ডিসি থাকার কথা। অন্যদিকে গোলমালের খবর পেলেই যাতে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেখানে পুলিশ হাজির হয়, সেদিকে নজর দিতে বলা হয়েছে। আসলে এই দু’দিনে অনেক জায়গাতেই মদ খেয়ে গণ্ডগোলের খবর সামনে আসে। তাই আগে থেকেই সচেতন পুলিশ বাহিনী।