Aajbikel

লোকসভায় রং হামলা! বিধানসভায় বাড়ল নিরাপত্তা, গাড়ি চেপে ভেতরে ঢোকা বন্ধ হল বিধায়কদের

 | 
বিধানসভা

কলকাতা:  ২২ বছর পর ফের একবার আতঙ্ক হানা দেয় লোকসভায়। হামলা চলে সংসদের অন্দরে৷ সেই ঘটনার পুনরাবৃত্তি যদি বিধানসভায় ঘটে, সেই আশঙ্কা থেকেই তৎপর পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভার নিরাপত্তা সম্পর্কে খুঁটিনাটি খবর নিতে বৃহস্পতিবার বিধানসভার নিরাপত্তারক্ষীদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, ওই বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদক্ষেপ করা হয়েছে। বলা হয়েছে, এবার থেকে বিধানসভায় আসা ভিজিটরদের ছবি তুলতে হবে। ভিজিটর কার্ডে সেই ছবি লাগানো থাকবে। শুধু ভিজিটর নয়, সাংবাদিকদের জন্যও বিশেষ কার্ড দেওয়া হবে৷

এদিকে, এতদিন বিধায়কদের সঙ্গে গাড়িতে চড়ে বিধানসভায় আসতেন তাঁদের সঙ্গীরাও৷ এবার থেকে আর তেমনটা করা যাবে না৷ সাফ জানিয়েছেন স্পিকার৷ তিনি জানান, বিধায়করা দক্ষিণ গেট দিয়ে ঢুকবেন। বিধায়কের সঙ্গীসাথীরা ক্যাম্পাসে ঢুকবেন পশ্চিম গেট দিয়ে৷ তবে গাড়ি নিয়ে নয়৷ সকলকেই পায়ে হেঁটে ঢুকতে হবে। নিরাপত্তারক্ষীরা ভালোভাবে পরীক্ষা করার পরই  ভেতরে ঢোকার অনুমতি দেবেন। শুধু প্রবেশ পথেই নয়, অভ্যন্তরীন নিরাপত্তাও জোরদার করা হচ্ছে৷ 

Around The Web

Trending News

You May like