কলকাতা: দিল্লির বিজেপি নেত্রী নুপূর শর্মার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জেরে হাওড়ার ডোমজুড় সহ পার্শ্ববর্তী এলাকায় শেষ কয়েকদিনে অবরোধ হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলছে এখনও। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ বন্ধ করতে বললেও তেমন লাভ হয়নি। বিক্ষোভ এবং হিংসা রুখতে আগামী সোমবার সকাল ছ’টা পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। এবার উলুবেড়িয়াতে ১৪৪ ধারা জারি করা হল আগামী কয়েক দিনের জন্য।
আরও পড়ুন: হজরত মহম্মদ বিতর্ক: হাওড়ায় বাতিল ট্রেন, অবরোধে আটকে মৃত্যু যাত্রীর
যে অশান্তির সৃষ্টি হয়েছে তা ঠেকাতে উলুবেড়িয়া মহকুমা প্রশাসন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত পাঁচ জন বা তার বেশি সংখ্যক মানুষ জমায়েত করতে পারবেন না। আসলে সেখানেও জাতীয় সড়ক এবং রেল স্টেশনে বিক্ষোভ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। তাই আগেভাগেই এই সিদ্ধান্ত নিয়ে নিল তারা। যদিও এই অবস্থার জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী কোনও ক্ষমতাই নেই। বাংলার আইন-শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে কিন্তু প্রশাসন কিছুই করতে পারছে না।
শুভেন্দু এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্লিপিং চিফ মিনিস্টার’ বলে কটাক্ষ করেছেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর এক বিন্দুও ক্ষমতা নেই, তিনি শুধু তুষ্টিকরণ করে যাচ্ছেন। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, যা যা হচ্ছে তা প্রতিবাদের নামে বিশৃঙ্খলা। এর জন্য তিনি একক ভাবে রাজ্য সরকারকেই দায়ী করছেন। এমনকি কেন এখনও প্যারামিলিটারি বা মিলিটারি নামানো হয়নি, সেই প্রশ্নও তুলেছেন তিনি।