কলকাতা: চলছে ভোট গণনা। দ্বিতীয় রাউন্ডের গণনার শেষেও নন্দীগ্রাম কেন্দ্রে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ রাউন্ডের মধ্যে ২ রাউন্ডের শেষে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তার একসময়ের নেত্রীর থেকে ৪৯৯১ ভোটে এগিয়ে রয়েছেন। পাণ্ডবেশ্বর কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। কৃষ্ণনগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি মুকুল রায়। মেদিনীপুর কেন্দ্রে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক।
রবিবার সকাল থেকে চলছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বেহালা পশ্চিম কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। বালিগঞ্জ কেন্দ্রীয় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জি। অন্যদিকে রাজবিহারী কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুব্রত সাহা। মধ্যমগ্রাম কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জয়দেব মান্না। টালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। একুশের নির্বাচনের অন্যতম ঘটনাবহুল কেন্দ্র শীতলকুচিতে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী পার্থপ্রতিম রায়। অন্যদিকে, কলকাতা পোর্ট কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। কার্শিয়াং, কালনা, বর্ধমান উত্তর, তমলুক, রানিবাঁধ কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। কাটোয়া, পূর্বস্থলী দক্ষিণ, তারকেশ্বর, সাগরদিঘীতে এগিয়ে রয়েছে তৃণমূল।
তবে ভোট গণনা শুরু হয়েছে সবে ২ দু’ঘণ্টা হয়েছে। এই তথ্য একেবারেই প্রাথমিক। এই তথ্যের উপর ভিত্তি করে এখনই কোনোরকম পরিণতি ধরে নেওয়া মুশকিল। পরিস্থিতি বদলে যেতে পারে যেকোনো মুহূর্তে। তৃণমূল কর্মীদের অনুমান, সবে তো শুরু৷ ‘খেলা’ এখনও বাকি!