কলকাতা: করোনা টিকার দ্বিতীয় ডোজ পেতে হাসপাতালে উদ্বিগ্ন হয়ে অযথা ভিড় না করার জন্য রাজ্য সরকার পরামর্শ দিয়েছে৷ মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নের সাংবাদিক বৈঠক করে জানান, যারা প্রথম ডোজের টিকা পেয়েছেন, তাদের নির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে৷ এর জন্য একটি নির্ঘণ্ট প্রস্তুত করা হচ্ছে৷
নবান্নের তরফে জানানো হয়েছে, যাঁরা প্রথম ডোজের টিকা নিয়েছেন তাঁরা যাতে নির্ধারিত সময়ে দ্বিতীয় দফার টিকা পান তা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিচ্ছে৷ যাঁরা বেসরকারি হাসপাতাল থেকে প্রথম পর্যায়ে টিকা নিয়েছেন, তাঁরাও সরকারি হাসপাতাল থেকে টিকার দ্বিতীয় ডোজ পাবেন৷ তবে কেন্দ্রের কাছ থেকে নিয়মিত ও পর্যাপ্ত প্রতিষেধক পাওয়া গেলে তবেই রাজ্যে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে বলে মুখ্যসচিবের স্পষ্ট করে দিয়েছেন৷
অন্যদিকে অতিমারীর আবহে রাজ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঘাটতি মেটাতে রাজ্য সরকারকে উদ্যোগ নিয়েছিল, তার ফলস্বরূপ দু’হাজারের বেশি শিক্ষানবিশ চিকিৎসক ও নার্স নিয়োগ করা হয়েছে৷ রেমেডিসিভির জাতীয় দুষ্প্রাপ্য ওষুধের যোগান ও কিছুটা বেড়েছে বলে মুখ্যসচিব জানান৷ করোনা চিকিৎসা পরিকাঠামো বাড়াতে জেলায় জেলায় অক্সিজেন প্লান্ট তৈরি, প্রতি ব্লকে অন্তত একটি করে অ্যাম্বুলেন্স ও শববাহী যান রাখার মত উদ্যোগ নেওয়া হচ্ছে৷